ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কল্যাণপুরে আহত হাসান মোস্ট ওয়ানটেড শিবিরওয়ালা

প্রকাশিত: ০৫:৫০, ২৭ জুলাই ২০১৬

কল্যাণপুরে আহত হাসান মোস্ট ওয়ানটেড শিবিরওয়ালা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ঢাকার কল্যাণপুরে জঙ্গী আস্তানায় পুলিশের অভিযানে আহত হাসান (১৯) এক বছর আগে বগুড়ার জামিলনগর নিজেদের বাড়ি থেকে নিখোঁজ হয়। তার মা নন্দীগ্রামের বিজরুল হাসপাতালের স্টাফ নার্স রোকেয়া আকতার গত বছর ২৭ জুলাই বগুড়া সদর থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। এক বছর পর ঢাকার জঙ্গী আস্তানার পুলিশের অভিযানে ৯ জঙ্গী নিহত ও যে একজন আহত হয় সেই বগুড়ার হাসান। পুরো নাম রাকিবুল হাসান রিগ্যান। রিগ্যান নামে সকলেই তাকে চেনে। মঙ্গলবার সকালে এই খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে লোকজন ভিড় করে। এলাকার লোক ভাবতেই পারেনি রিগ্যান জঙ্গী হয়েছে। এলাকায় সে ছিল শান্ত স্বভাবের। শুধু নামাজের সময় ঘর থেকে বের হতো। গত বছর বগুড়া সরকারী শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর মেডিক্যালে ভর্তির জন্য রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়। রেটিনা কোচিং সেন্টার জামায়াত শিবির পরিচালিত। গত বছর ২৬ জুলাই সকাল সাড়ে ৭টায় কোচিং করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান মেলেনি। তার ব্যবসায়ী বাবা বছর দুয়েক আগে স্ট্রোকে মারা গেছেন। তিনি হরিগাড়ি এলাকা থেকে বগুড়া এসে জামিলনগরের তালতলা পুকুর পাড়ে এক খ- জমি কিনে বাড়ি করেন। এক ছেলে এক মেয়ের মধ্যে রিগ্যান ছোট। বড় বোন তানিয়া সুলতানার বিয়ে হয়েছে। সে সরকারী শাহ সুলতান কলেজে রসায়নে অনার্স পড়ে। রিগ্যানের মা রোকেয়া আকতার বলেন, ছেলে যে জঙ্গী হয়েছে তা ভাবতেই পারেননি। টেলিভিশনে খবর শোনার পর তিনি জানতে পারেন। সূত্র জানায়, রিগ্যান শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল। বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, রাকিবুল হাসান রিগ্যান ছিল পুলিশের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড। আরেক সূত্র জানায়, দুপচাঁচিয়ার শিহাব আদমদীঘির মাসুদ রানা ও রিগ্যান এক সঙ্গে থাকত। শিহার ও মাসুদ রানাকে গত বছর অক্টোবর মাসে গ্রেফতার করা হয়। এই দুইজন ঢাকায় এএসআই ইব্রাহিম হত্যাকা-ে জড়িত ছিল। এই ঘটনার সঙ্গে রিগ্যানও জড়িত ছিল বলে জানা যায়। এলাকাবাসীর এক সূত্র জানায়, বছর দুয়েক আগেও রিগ্যান বাড়ি থেকে উধাও হয়। পরে ফিরে আসে। এই সময় সে কোথায় ছিল তা কেউ বলতে পারে না। তবে এই বিষয়টি রিগ্যানের মা স্বীকার করেননি। বগুড়ার জামিলনগর এলাকায় শিবিরের অনেক কর্মী মেসে থেকে সরকারী আজিজুল হক কলেজ ও সরকারী শাহ সুলতান কলেজে লেখাপাড়া করে। এলাকাটি শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। এই এলাকাতেই বেড়ে উঠেছে রিগ্যান। ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলায় যে ৫ জঙ্গী নিহত হয় তাদের মধ্যে দুই জনের বাড়ি বগুড়ায়। শোলাকিয়ার ঘটনায় গ্রেফতার হওয়া দিনাজপুরের শফিউল পুলিশের কাছে জানায় তাদের সঙ্গে বগুড়ার একজন ছিল। পুলিশ তাকে খুঁজছে। এই খবরটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিন দিন আগে সিরাজগঞ্জে সন্দেহভাজন জঙ্গী হিসেবে যে চার নারীকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে দুইজনের বাড়ি বগুড়ায়। মঙ্গলবার ঢাকার কল্যাণপুরে পুলিশী অভিযানে আহত জঙ্গীর বাড়ি বগুড়ায়। বগুড়ার জঙ্গীদের নিয়ে খবর প্রচার হলে লোকজন বলাবলি করে কত জঙ্গী আছে বগুড়ায়!
×