ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার

ডাচ-বাংলা চেম্বার প্রেসিডেন্ট হাসান খালিদ খুন!

প্রকাশিত: ০৫:৪৮, ২৭ জুলাই ২০১৬

ডাচ-বাংলা চেম্বার প্রেসিডেন্ট হাসান খালিদ খুন!

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজ হবার তিন দিনের মাথায় উদ্ধার করা হয়েছে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রেসিডেন্ট মোঃ হাসান খালিদের লাশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে কামরাঙ্গীর চর থানাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। পরে নিহত হাসান খালেদের ছোট ভাই মুরাদ হাসান ঘটনাস্থলে এসে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। এ সময় তিনি বলেন, পরনের কাপড়, হাত ঘড়ি, গাড়ির চাবি, জুতা ইত্যাদি দেখে আমরা নিশ্চিত হয়েছি এটি আমার ভাই হাসান খালেদের লাশ। কেরানীগঞ্জ মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের পকেটে থাকা ভিজিটিং কার্ড পেয়ে এটি নিখোঁজ ব্যবসায়ী হাসান খালেদের বলে সন্দেহ হয়। ভিজিটিং কার্ডে থাকা অফিসের টেলিফোন নাম্বারে যোগাযোগ করে লাশের খবর জানানো হয়। এরপর নিহতের ছোট ভাই মুরাদ হাসান, তার অফিস নিউ ইরা ট্রেডিংয়ের ম্যানেজার অপারেশন কে এম রিয়াদ ফয়সাল ও অন্য স্বজনরা এসে হাসান খালেদের লাশ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজধানীর ধানম-ি থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। নিহতের মামা হুমায়ন কবীর বলেন, আমার ভাগ্নে ভদ্র ও শান্ত স্বভারের মানুষ ছিলেন। ধানম-ির ভাড়া বাসায় স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে বাসবাস করতেন তিনি। কাছেই জিগতলায় পৈত্রিক বাড়িতে থাকেন তার অন্য ভাইয়েরা। তার পিতার নাম মৃত মোঃ মোহসীন। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া থানার পূর্ব জয়পুর গ্রামে। নিহতের পরিবারে শোকের মাতম চলছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি ফেরদাউস হোসেন জানান, প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পরে তার প্যান্টের পকেটে থাকা ভিজিটিং কার্ড থেকে স্বজনদের খবর দেয়া হলে তারা এসে লাশ শনাক্ত করেন। কয়েকদিন পানিতে থাকায় মরদেহে পচন ধরে ফুলে গেছে। ফলে আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর পরই গুমের উদ্দেশ্যে দুর্বৃত্তরা লাশটি নদীতে ফেলে গেছে। উল্লেখ্য, গত শনিবার সকালে ধানম-ির ৪/এ রোডের ৪৫ নম্বর বাসা থেকে অফিসের উদ্দেশে গাড়ি নিয়ে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় ২৪ জুলাই তার শ্যালক শরীফুল আলম ধানম-ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর ১০৫৫। জিডিতে হাসান খালেদকে অপহরণ করা হতে পারে বলে আশঙ্কার কথা উল্লেখ করা হয়। জানা যায়, নিউ ইস্কাটনের হাসান হোল্ডিং ভবনের অষ্টম তলায় তার অফিস। আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালযে লেখাপড়া করা হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গত ২৫ বছর ধরে তিনি আমদানি-রফতানি ও প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত। যাদের হাত ধরে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয়, তাদের মধ্যে হাসান খালেদ অন্যতম। বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বাণিজ্যের উন্নয়নে ট্রেড ফ্যাসিলিটেটর হিসেবেও তিনি কাজ করেছেন।
×