ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০ বছরের জন্য অফিস ভাড়া নিতে পারবে ব্যাংক

প্রকাশিত: ০৩:৪৫, ২৭ জুলাই ২০১৬

২০ বছরের জন্য অফিস ভাড়া নিতে পারবে ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ যে কোনো ব্যাংক এখন ইচ্ছা করলে সর্বোচ্চ ২০ বছরের জন্য ভবন বা ফ্লোর স্পেস ভাড়া অথবা ইজারা নিতে পারবে। এতদিন ১০ বছরের বেশি মেয়াদে ভবন বা ফ্লোর স্পেস ভাড়া অথবা ইজারা নিতে পারত না ব্যাংকগুলো। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, দীর্ঘ মেয়াদে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ব্যয়সাশ্রয়ী ও অন্যান্য সুবিধাদী বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে, ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ২০ বছর মেয়াদে ভবন বা ফ্লোর স্পেস ভাড়া অথবা ইজারা গ্রহণ করা যাবে। এই সার্কুলারটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। সার্কুলারটিতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে সব মেট্রোপলিটন এলাকা বা সিটি কর্পোরেশন ও ‘ক’ শ্রেণীভুক্ত পৌরসভায় স্থাপিত শাখা ‘শহর শাখা’ এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণীভুক্ত সব পৌরসভা ও ইউনিয়ন এলাকায় স্থাপিত শাখা ‘পল্লী শাখা’ হিসেবে গণ্য হবে। সার্কুলারটিতে আরও বলা হয়েছে, এখন থেকে নতুন ব্যাংক শাখা স্থাপন বা বিদ্যমান শাখা স্থানান্তরের ক্ষেত্রে শহর শাখার জন্য সর্বোচ্চ ৬ হাজার বর্গফুট এবং পল্লীশাখার জন্য সর্বোচ্চ ৩ হাজার বর্গফুট পর্যন্ত ভবন বা ফ্লোর স্পেস ভাড়া অথবা ইজারা গ্রহণপূর্বক ব্যবহার করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এতদিন নতুন শাখা স্থাপন বা বিদ্যমান শাখা স্থানান্তরের ক্ষেত্রে শহর শাখার জন্য ৫ হাজার বর্গফুট এবং পল্লী শাখার জন্য ২ হাজার বর্গফুটের বেশি ফ্লোর স্পেস ব্যবহার না করার নির্দেশনা ছিল। প্রকাশিত সংবাদের প্রতিবাদ দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ২৫ জুলাই, ২০১৬ ইং তারিখে প্রকাশিত ‘চৌদ্দ বিদেশী এনজিও জঙ্গী অর্থায়নে জড়িত’ শীর্ষক সংবাদে নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিবাদ জানিয়েছে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রকাশিত প্রতিবেদনটিতে সিসিডিবি’র নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এনজিও ব্যুরোর অনুমোদন নিয়ে সিসিডিবি তাদের প্রতিটি কর্মকা- বাস্তবায়ন করে চলেছে। এই সুদীর্ঘ চার দশকে একটি পরীক্ষিত উন্নয়ন সংস্থার সঙ্গে জঙ্গী তৎপরতার কোন প্রশ্নই আসে না। এটি একটি অসাম্প্রদায়িক উন্নয়ন সংস্থা এবং এই প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ধর্মাবলম্বীই রয়েছেন। -বিজ্ঞপ্তি
×