ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওভেন পোশাক রফতানি বেড়েছে ১২ শতাংশ

প্রকাশিত: ০৩:৪৫, ২৭ জুলাই ২০১৬

ওভেন পোশাক রফতানি বেড়েছে ১২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ অর্থবছরে নিটওয়্যার পণ্য এবং ওভেন গার্মেন্টস পণ্য রফতানিতে মোট আয় হয়েছে ২ হাজার ৮০৯ কোটি ৪১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় সদ্যসমাফত অর্থবছরে নিটওয়্যার এবং ওভেন গার্মেন্টস পণ্য রফতানি আয় যথাক্রমে ৭ দশমিক ৪৭ শতাংশ এবং ১২ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। জুলাই মাসে প্রকাশিত বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে নিটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছিল ১ হাজার ২৪২ কোটি ৬৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে আলোচ্য খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩২৬ কোটি ৬২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এ সময়ের মধ্যে নিটওয়্যার পণ্য রফতানিতে আয় হয়েছে ১ হাজার ৩৩৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৬৭ শতাংশ বেশি। একই সঙ্গে আগের অর্থবছরের রফতানি আয়ের তুলনায় ৭ দশমিক ৪৭ শতাংশ বেশি আয় হয়েছে এ খাতে। ২০১৪-১৫ অর্থবছরে ওভেন গার্মেন্টস পণ্য রফতানিতে আয় হয়েছিল ১ হাজার ৩০৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। সদ্যসমাফত ২০১৫-১৬ অর্থবছরে আলোচ্য খাতে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪১০ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। ১৫ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট ওয়ালটনের অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এবার ফ্রিজ বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে। চলতি বছর তাদের টার্গেট বাংলাদেশের বাজারে ১৫ লাখ ফ্রিজ বিক্রির। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম ছয় মাসে বিক্রি হয়েছে প্রায় ৭ লাখ ফ্রিজ। ওয়ালটন সূত্রমতে, গত বছর ৯ লাখ ৬০ হাজার ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা ছিল। বছর শেষে ৯ লাখ ৬৫ হাজার ফ্রিজ বিক্রি হয়। যা ২০১৪ সালের তুলনায় ২১.৩৮ শতাংশ বেশি। চলতি বছর ১.৫ মিলিয়ন বা ১৫ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছে ওয়ালটন। গত রোজার মাসে প্রায় ২ লাখ ফ্রিজ বিক্রি হয়েছে। আগামী কোরবানির ঈদে এর দ্বিগুণেরও বেশি ফ্রিজ বিক্রির আশা করছে কর্তৃপক্ষ। এছাড়া ব্যাচেলর, ছোট ফ্যামিলি, অফিস, ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং হোটেলে ব্যবহার উপযোগী ছোট ফ্রিজ উৎপাদন শুরু করেছে ওয়ালটন। খুব শীঘ্রই তা বাজারে আসছে। দাম কম বলে এর ব্যাপক চাহিদা রয়েছে।
×