ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিও ব্যয় কমানোর পরামর্শ

প্রকাশিত: ০৩:৪২, ২৭ জুলাই ২০১৬

আইপিও ব্যয় কমানোর পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ তথা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ঘোষিত মুদ্রানীতিতে এ পরামর্শ দেয়া হয়। গবর্নর ফজলে কবির সকালে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর’১৬) জন্য এ মুদ্রানীতি ঘোষণা করেন। কর্পোরেট তথা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যাতে সহজে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারে সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাকে আরও বেশি সহায়ক ভূমিকা পালনের জন্যও পরামর্শ দেয়া হয় মুদ্রানীতিতে। মুদ্রানীতিতে পুঁজিবাজারের সাম্প্রতিক নেতিবাচক ধারার কিছু পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের জানুয়ারি মাসে জিডিপির (মোট দেশজ উৎপাদন) বিপরীতে পুঁজিবাজারের মূলধনের অনুপাত ছিল ১৫ দশমিক ০৪ শতাংশ, যা মে মাসে ১৪ দশমিক ৬৮ শতাংশে নেমে আসে। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য-আয় অনুপাত ১৫ দশমিক ২২ থেকে ১৪ দশমিক ৩৩ এ নেমে আসে। তবে বেশ আশার কথাও শুনিয়েছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে বলা হয়েছে, সরকার বেসরকারী খাতে পেনশন চালুর জন্য দীর্ঘমেয়াদী পেনশন সঞ্চয় প্রকল্প চালু করতে যাচ্ছে। এর জন্য একটি পেনশন ফান্ড রেগুলেটর গঠন করা হবে। এটি সফলভাবে চালু হলে তা মুদ্রা ও পুঁজিবাজারকে সহায়তা করবে। দীর্ঘমেয়াদী সঞ্চয় থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অর্থায়ন করা যাবে সহজেই। মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অবশ্য সরাসরি পুঁজিবাজার নিয়ে কোন কথা বলেননি গবর্নর ফজলে কবির বা কোন ডেপুটি গবর্নর। প্রশ্নোত্তর পর্বেও এ নিয়ে কোন প্রশ্ন ছিল না। তাই পুঁজিবাজার সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের আর কী কী ভাবনা আছে, তা জানা যায়নি। ব্লক মার্কেটে ৬ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে প্রায় ৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫ কোম্পানির মোট ৭৫ লাখ ৬৫ হাজার ৮৫০টি শেয়ার ৮ বার লেনদেন হয়েছে; যার আর্থিক মূল্য ৫ কোটি ৯৯ লাখ ১৯ হাজার টাকা। বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে গ্রামীণফোনের ৩৫ হাজার শেয়ার ২ বার লেনদেন হয়; যার বাজার মূল্য ৯৭ লাখ ৮৩ হাজার টাকা।
×