ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ দিন পর পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৩:৪২, ২৭ জুলাই ২০১৬

পাঁচ দিন পর পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা পাঁচ কার্যদিবস পতনের পর মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক (ডিএসই) ১ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে এদিন আর্থিক লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৯ জুলাই থেকে ডিএসইতে মূল্যসূচকের পতন শুরু হয়। এরপর পাঁচ কার্যদিবসে ডিএসইএক্স কমে ২২.৬৩ পয়েন্ট, যা গড়ে প্রতিদিন ৪.৬৩ পয়েন্ট কমে। তবে মঙ্গলবার ০.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫০.১৬ পয়েন্টে। মঙ্গলবার ডিএসইতে ৪৪৮ কোটি ১৬ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। যার পরিমাণ সোমবার ছিল ৩৯৫ কোটি ৩২ লাখ টাকার। এদিন ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৪৬টির দর কমেছে, ও ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ২১ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লিন্ডে বিডি। লেনদেনে এরপর রয়েছে : ডেল্টা ব্র্যাক হাউজিং, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পারিগুলো হলো : হাক্কানী পাল্প, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রেনউইক যজ্ঞেশ্বর, এটলাস বাংলাদেশ, স্ট্যান্ডার্ড সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, উসমানিয়া গ্লাস, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়ার ও ৭ম আইসিবি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইভিন্স টেক্সটাইল, প্রগতি লাইফ, সামাতা লেদার, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ন্যাশনাল পলিমার, ইস্টার্ন ক্যাবলস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এদিকে মঙ্গলবার অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫২০.৬৮ পয়েন্টে, যা আগের দিন ০.১৪ পয়েন্ট বেড়েছিল। এদিন সিএসইতে আর্থিক লেনদেন হয়েছে ২৯ কোটি ২৩ লাখ টাকার। যার পরিমাণ আগের দিন ছিল ১৯ কোটি ৮০ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্রামীণফোন, তিতাস গ্যাস, বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মা।
×