ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছয় মাসে নিহত ১৬০১

আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ড

প্রকাশিত: ০৩:৪১, ২৭ জুলাই ২০১৬

আফগানিস্তানে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধিতে রেকর্ড

২০১৬ সালের প্রথমার্ধে আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে লড়াইয়ে চরম মূল্য দিচ্ছে শিশুরা। ২০০৯ সালের পর থেকে যে কোন বছরের ছয় মাসের তুলনায় এ বছরের প্রথমার্ধে অনেক বেশি শিশু নিহত কিংবা আহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, ঘনবসতিপূর্ণ এলাকায় সম্মুখযুদ্ধের কারণে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বেড়ে গেছে। খবর ইয়াহু নিউজের এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত আফগানিস্তানে ১ হাজার ৬০১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৩ হাজার ৫৬৫ জন আহত হয়েছে। ইউনাইটেড নেশন্স এ্যাসিস্টেন্স মিশন ইন আফগানিস্তানের (ইউএনএএমএ) তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা ৪ শতাংশ বড়েছে। ২০০৯ সাল থেকে জাতিসংঘ আফগানিস্তানে হতাহতের সংখ্যার প্রামাণিক দলিল রাখা শুরু করে। তারপর থেকে এ বছর ছয় মাসে এটাই সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা। ইউএনএএমএ প্রধান টাডামিচি ইয়ামামতো বলেন, ‘এই প্রতিবেদনে হতাহতের প্রতিটি ঘটনার তথ্য রয়েছে। বেসামরিক নাগরিক হতাহতের প্রতিটি ঘটনা বার বার প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার কথা মনে করিয়ে দিয়েছে। এই দুর্ভোগ প্রশমনে যুদ্ধরত প্রতিটি পক্ষকে অর্থবহ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো উচিত।’ ‘অর্থবহ পদক্ষেপ ছাড়া যে কোন প্রতিশ্রুতি সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যায় পরিণত হয়।’ জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, হতাহতদের মধ্যে ১ হাজার ৫০৯টি শিশু রয়েছে। যা মোট হতাহতের প্রায় এক-তৃতীয়াংশ। ইসরাইলী পার্লামেন্ট ফিলিস্তিনীশূন্য করার পরিকল্পনা ইসরাইলের পার্লামেন্ট নেসেট গত সপ্তাহে একটি নতুন আইন করে নিজের হাতে ব্যাপক ক্ষমতা নিয়েছে। এতে বলা হয়, পার্লামেন্টের তিন-চতুর্থাংশ সদস্য এখন নির্বাচিত এমন কোন সদস্যকে বহিষ্কার করতে পারবে যার মতামত তারা পছন্দ করেন না। আইন প্রতিনিধি কেন্দ্র আদালাহ বলেছে, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে এ ধরনের ব্যবস্থা নেই। এটি ইসরাইলের জনসংখ্যার এক-পঞ্চমাংশ ফিলিস্তিনী নাগরিকদের প্রতিনিধিত্ব করে। গোষ্ঠীটি আরও জানায়, এই আইনের অধীনে ইসরাইল কঠোরভাবে সংখ্যালঘু ফিলিস্তিনীদের অধিকার ও ভিন্নমত দমনের চেষ্টা করবে। অন্যদের আশঙ্কা এর ফলে নেসেটে ফিলিস্তিনী দলগুলোর অস্তিত্ব থাকবে না। নাজারেথে হিউম্যান রাইটস এ্যাসোসিয়েশনের পরিচালক মোহম্মদ জিদান বলেন, এই আইন গণতন্ত্রের সব বিধানকে লঙ্ঘন করেছে। গণতন্ত্র সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বজায় রাখে। এটি এই বার্তা দেয় যে, নেসেটে শুধু ইহুদিদের প্রতিনিধিত্ব থাকবে।-আল জাজিরা
×