ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে বছরে ৩৭ আত্মহত্যা, চেস্টা ৪৬৭

প্রকাশিত: ২২:৩৫, ২৬ জুলাই ২০১৬

রায়পুরে বছরে ৩৭ আত্মহত্যা, চেস্টা ৪৬৭

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। হতাশা, মাদক, মানসিক অবসাদ, বখাটেদের উৎপাত, প্রেমে ব্যর্থতা, প্রতারণা, অনাকাঙ্খিত গর্ভধারণ, ইভটিজিং, যৌতুক, পারিবারিক কলহ, দারিদ্রতা, বেকারত্বসহ নানা কারণে গত আড়াই বছরে রায়পুরে ৩৭ জন আত্মহত্যা করেছে। এদের বেশির ভাগই নারী। এ সময় আরো ৫ শতাধিক আত্মহত্যার চেষ্টাকারী নারী-পুরুষ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। ফসলি জমিতে ব্যবহার করা কীটনাশক পান করে আত্মহত্যার প্রবণতা বেশি বলে জানা যায়। একের পর এক আত্মহত্যার ঘটনা বেড়ে চলায় স্থানীয় জনসাধারণের মাঝে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। রায়পুর থানা সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলায় ২০১৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৩৭ জন আত্মহত্যা করেছে। এদের মধ্যে ২৪ জন বিষপানে আত্মহত্যা করে। তবে বেসরকারি হিসেবে আত্মহত্যার সংখ্যা আরো বেশি। কারণ অনেকে থানা পুলিশের ঝামেলা এড়াতে সামাজিক ও পারিবারিক সিদ্ধান্তে আত্মহত্যাকারীর মরদেহ দ্রত দাফন করে ফেলে। রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬৭ জন নারী-পুরষি আত্মহত্যার চেষ্টাকারীকে চিকিৎসা দেওয়া হয়। এদের অধিকাংশই কীটনাশক পানকারী। আর তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। যত্রতত্র কীটনাশক বিক্রি বন্ধের ব্যবস্থা নিলে আত্মহত্যার প্রবণতা অনেকটা কমে যাবে।
×