ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে বাল্যবিবাহ করায় বর ও দুলাভাইর কারাদন্ড

প্রকাশিত: ২২:৩০, ২৬ জুলাই ২০১৬

বরিশালে বাল্যবিবাহ করায় বর ও দুলাভাইর কারাদন্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিবাহ মুক্ত বরিশাল জেলায় বাল্যবিবাহ করার অপরাধে বর এবং তার (বরের) বোনজামাতাকে গতকাল সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতের রায়ে একমাসের কারাদন্ড এবং কনেকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়। আদালতের বেঞ্চ সহকারী ফারুক হোসেন জানান, ওইদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উকিল লাইব্রেরীর সামনে থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন্নেছা খানম আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সহযোগীতায় অভিযান চালিয়ে বাল্যবিবাহ করা জেলার হিজলা উপজেলার পূর্বকান্তি গ্রামের আকমত আলী সরদারের পুত্র বর মোফাজ্জেল হোসেন (২৭), তার বোনজামাতা একই গ্রামের কাজেন সরদার ও কনে সাবিনা আক্তারকে আটক করে। ওইদিন রাত আটটার দিকে ভ্রাম্যমান আদালতের রায়ে বর ও তার বোনজামাতাকে ১ মাস করে কারাদন্ড এবং আটককৃত কনে স্কুল ছাত্রী সাবিনা আক্তারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
×