ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইজিপির নির্দেশে পুলিশের তদন্ত ‘নির্যাতনেই গৃহবধূ পাখির মৃত্যু’

প্রকাশিত: ২২:৩০, ২৬ জুলাই ২০১৬

আইজিপির নির্দেশে পুলিশের তদন্ত ‘নির্যাতনেই গৃহবধূ পাখির মৃত্যু’

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দৈনিক জনকন্ঠ পত্রিকায় গত ১৭ এপ্রিল “বরিশালে যৌতুকের বলি তিন সন্তানের জননী” শিরোনামে প্রকাশিত সংবাদে স্বামীর অমানুষিক নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিরিন আক্তার পাখির লাশের ময়নাতদন্ত না করে দাফন করার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল ইসলাম। এ নির্দেশনা পেয়ে জেলার আগৈলঝাড়া থানা পুলিশ তদন্ত করে স্বামীর নির্যাতনেই শিরিন আক্তার পাখির মৃত্যু হওয়ার সত্যতা পেয়েছেন। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য অতিসম্প্রতি পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) নির্দেশনা পাঠিয়েছেন। তার নির্দেশ পেয়ে দীর্ঘ তদন্তে স্বামীর নির্যাতনে পাখি বেগমের মৃত্যু হওয়ার সত্যতাসহ আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সবমিলিয়ে আজ মঙ্গলবার সকালে আইজিপি বরাবরে তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে। সূত্রমতে, স্ত্রীর মৃত্যুর পর থেকে ঘাতক খোকন নিখোঁজ রয়েছে। গৃহবধূর মৃত্যুর পর ওইদিনই ঢাকার শাহবাগ থানায় এস.আই মোস্তাফিজ একটি সাধারণ ডায়েরী করেন (যার নং-৮৬৪)। তিনি লাশের সুরাতাহাল রিপোর্ট তৈরি করলেও রহস্যজনক কারণে লাশের ময়নাতদন্ত করেননি। নিহতের ভাই মনির উদ্দিন হাফিজ অভিযোগ করেন, এসআই মোস্তাফিজ তাকে ও তার বোনজামাতাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে একটি সাদা কাগজে মুচলেকা রেখে লাশ দাফন করার নির্দেশ দেন। সে অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই শিরিন আক্তার পাখির লাশ কালুপাড়া গ্রামের বাবার বাড়িতে দাফন করা হয়। এনিয়ে দৈনিক জনকন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশের আইজিপি একেএম শহীদুল ইসলাম ঘটনার তদন্তের জন্য আগৈলঝাড়া থানা পুলিশকে নির্দেশ দেন।
×