ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যারিবীয়দের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা

প্রকাশিত: ১৯:৪৪, ২৬ জুলাই ২০১৬

ক্যারিবীয়দের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা

অনলাইন ডেস্ক॥ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পেয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। ২০১৭ সালে জুনে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যারিবীয়ানে সফর করবে দলটি। জিম্বাবুয়ের পর টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে এটিই তাদের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, এখনও সিজিরে দিন-তারিখ নির্ধারণ হয়নি। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজটি আগামী বছরের জুনের মাঝামাঝি পর্যায়ে শুরু হবে। এর আগে, আফগানিস্তান আইসিসির পূর্ণাঙ্গ সদস্য জিম্বাবুয়ের মধ্যে দুটি মধ্যে দুটি সিরিজে অংশ নেয়। ২০১৫ সালে জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুটি টি-২০ খেলেছিল। যেখানে মূল সদস্য কোন দলের বিপক্ষে প্রথম জয় পায় তারা। পরে সংযুক্ত আরব আমিরাতে ফিরতি সিরিজেও জিম্বাবুয়েকে হারিয়ে তারা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে উঠে আসে। ক্রিকেট বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে ভাবা হচ্ছে আফগানদের। যদিও দেশটি নানা জটিলতার কারণে নিজেদের মাটিতে কোন ম্যাচ আয়োজন করতে পারছে না। সর্বশেষ তারা ক্যারিবীয়দের বিপক্ষে মার্চে টি-২০ বিশ্বকাপের সুপার টেনে’র ম্যাচে ছয় রানে জয় পেয়েছিল।
×