ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে চুপিসারে টেস্ট দণ্ড দিল আইসিসি!

প্রকাশিত: ১৯:০৫, ২৬ জুলাই ২০১৬

অস্ট্রেলিয়াকে চুপিসারে টেস্ট দণ্ড দিল আইসিসি!

অনলাইন ডেস্ক॥ চুপিসারেই যদি দিতে হবে তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ডের পুরস্কার দেওয়ার মানেটা কি? এই প্রশ্নটা উঠে গেল। কারণ, টেস্টের ১ নম্বর দল অস্ট্রেলিয়াকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড পুরস্কার দিয়েছে একেবারে গোপন এক অনুষ্ঠানে। ক্যান্ডির আর্ল'স রিজেন্সি হোটেলে সোমবার এই পুরস্কার তুলে দেওয়া হয় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে। পুরস্কারটি হস্তান্তর করেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন। এই অনুষ্ঠানে মিডিয়া কিংবা সাধারণের প্রবেশাধিকার ছিল না। ফুটবল বা রাগবির বিশ্বকাপ কিংবা ক্রিকেটেরই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কারের কথা বিবেচনায় এটি তো প্রহসনই বটে। টেস্টের মূল্যায়নের সবচেয়ে বড় পুরস্কারই এই চ্যাম্পিয়নশিপ দণ্ড। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই পুরস্কারের অনুষ্ঠানকে বড় করে দেখতে চায়নি। জানা গেছে, আইসিসিকে তারা অনুরোধ করে অনুষ্ঠানচি জাকজমক না করতে। যদিও শোনা যাচ্ছে আইসিসির তেমন প্রস্তুতি ছিল। কিন্তু পাল্লেকেলেতে মঙ্গলবার শুরু টেস্টের আগে লঙ্কান খেলোয়াড়দের মানসিকতায় চাপ পড়তে ভেবে অনুরোধ করে লঙ্কান বোর্ড। আইসিসির মুখপাত্র জানিয়েছেন, "এপ্রিলের কাট-অফ তারিখের আগ পর্যন্ত টেস্টের ১ নম্বর দল অস্ট্রেলিয়াকে দণ্ড উপহার দিতে ডেভিড রিচার্ডসন ক্যান্ডিতে এসেছেন। এটা স্পন্সরের অনুষ্ঠান কিন্তু আসন্ন সিরিজের সাথে যোগ নেই। তাই বিষয়টিকে বদ্ধ দরজার মধ্যে রাখার সিদ্ধান্ত হয়।" ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ২-০ তে নিউজিল্যান্ডকে হারিয়ে ১ নম্বর হয়। তবে এই বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দণ্ড ভারতের কাছেই ছিল।
×