ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পোশাক কারখানার মালিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

প্রকাশিত: ১৮:১৩, ২৬ জুলাই ২০১৬

পোশাক কারখানার মালিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার শোভাপুর গ্রামে ‘ইনডেক্স এ্যাপারেলস’ নামক পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, সকালে কারখানার সামনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিরচালক প্রকৌশলী মঞ্জুর আলম বাংলাদেশী বায়ার নিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা সেখানে এসে কিছু বুঝে ওঠার আগেই ধরে রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। তার চিৎকারে কারখানার কর্মকর্তারা সেখানে ছুটে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই কারখানা থেকে স্থানীয় রায়হান ও জসিম নামের দু’ ঝুট ব্যবসায়ীকে ঝুট নেয়া বন্ধ করে দেয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে কারখানা কর্তৃপক্ষের ধারণা।
×