ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে বিলের রিপোর্ট উত্থাপন

সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন মন্তব্য করলে এনজিও’র সনদ বাতিল হবে

প্রকাশিত: ০৮:৫৭, ২৬ জুলাই ২০১৬

সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে অশালীন মন্তব্য করলে এনজিও’র সনদ বাতিল হবে

সংসদ রিপোর্টার ॥ কোন এনজিও সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক ও অশালীন মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকা- করলে সেই এনজিও’র সনদ বাতিল হবে। এ বিধান অন্তর্ভুক্ত করে সোমবার জাতীয় সংসদে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫-এর সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উত্থাপন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। এ অধিবেশনেই বিলটি পাস হবে। বিলের সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, এই আইনের অধীন ব্যুরোর কাছ থেকে নিবন্ধন গ্রহণ ব্যতীত কোন সংস্থা বা এনজিও বৈদেশিক অনুদান গ্রহণ করে কোন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করতে পারবে না। তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তি কর্তৃক স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম গ্রহণ ও পরিচালনার উদ্দেশে বৈদেশিক অনুদান গ্রহণের ক্ষেত্রে নিবন্ধনের প্রয়োজন হবে না, তবে ব্যুরোর অনুমোদন গ্রহণ করতে হবে। বৈদেশিক মুদ্রা গ্রহণের ক্ষেত্রেও বিলের সুপারিশে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে।
×