ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংসদে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রকিউরমেন্ট বিল পাস

প্রকাশিত: ০৮:৪৩, ২৬ জুলাই ২০১৬

সংসদে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও পাবলিক প্রকিউরমেন্ট বিল পাস

সংসদ রিপোর্টার ॥ বেসরকারী খাতে দেশী-বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে এবং সরকারী খাত শিল্পকারখানার জন্য অব্যবহৃত ভূমির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ‘উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের প্রস্তাব রেখে সংসদে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিল-২০১৬’ পাস হয়েছে। এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১৬ পাস হয়েছে। সোমবার রাতে মতিয়া চৌধুরী সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশনে বিল দুটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিলের ওপর বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১৬ ॥ অনধিক তিন কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ কার্য ক্রমের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এমন বিধান রেখে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১৬ পাস হয়েছে। সোমবার পরিকল্পনা মন্ত্রী আ ন হ মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
×