ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামায়াতবিহীন নতুন জোট গড়তে যাচ্ছে বিএনপি

প্রকাশিত: ০৮:১৬, ২৬ জুলাই ২০১৬

জামায়াতবিহীন নতুন জোট গড়তে যাচ্ছে বিএনপি

বিডিনিউজ ॥ জঙ্গীবাদবিরোধী ঐক্য গড়তে নেমে সরকারবিরোধী নতুন রাজনৈতিক জোট গড়তে প্রয়াস চালাচ্ছে বিএনপি। অন্য দলগুলোকে কাছে টানতে জামায়াতসহ পুরনো শরিক ইসলামী দলগুলোকে এই উদ্যোগে বাদ রাখছে তারা। গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জঙ্গীবাদ মোকাবেলায় ‘জাতীয় ঐক্য’ গড়ার আহ্বান জানালেও জামায়াত-ছাড়ার কারণ দেখিয়ে তা আওয়ামী লীগের প্রত্যাখ্যানের পর আলাদা এগোনোর পরিকল্পনা নেয় বিএনপি। এই বিষয়ে দলটির শীর্ষ পর্যায়ের কয়েক নেতা সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার পরিকল্পনার কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এই লক্ষ্যে ২০ দলীয় জোটের বাইরে সরকারবিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে, তাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিএনপি চেয়ারপার্সন চা-চক্রে আমন্ত্রণ জানাবেন। এ ক্ষেত্রে তারা সিপিবি, গণফোরাম, আসম রবের জাসদ (জেএসডি), কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক-জনতা লীগ ও বিকল্পধারাকে ওই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হচ্ছে। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান সোমবার এক আলোচনা সভায় বলেন, ‘আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি, কাজ চলছে। দলমত নির্বিশেষে সকলের সঙ্গে আমরা যোগাযোগ করছি।’
×