ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অংশ নিতে ইংল্যান্ডে বার্সিলোনা

এবার মাঠের লড়াইয়ে ফিরছেন মেসি

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ জুলাই ২০১৬

এবার মাঠের লড়াইয়ে ফিরছেন মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে ইংল্যান্ড অবস্থান করছে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা। আসন্ন ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতেই এ সফর। তবে এই সফরে সবার দৃষ্টি লিওনেল মেসির দিকে! জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে টানা ফাইনাল হারের পর অবসর নিয়েছেন মেসি। এরপর থেকে নিরবে-নিভৃতে আছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। তবে গত দুই সপ্তাহ ধরে মেসিকে দেখা যাচ্ছে বেশ ফুরফুরে মেজাজে। ইবিজা দ্বীপে পরিবারের সান্নিধ্যে কাটিয়েছেন দারুণ সময়। এখন চুলে রং করে তিনি অবস্থান করছেন বার্সার সঙ্গে ইংল্যান্ডে। ব্রিটেনে বার্সা সতীর্থদের সঙ্গে বেশ খোশ মেজাজেই দেখা গেছে বর্তমান ফিফা সেরা তারকাকে। ছুটি কাটানোর পর ফের মাঠে লড়াইয়ে নামতে হচ্ছে মেসিকে। ইংল্যান্ড সফরে ২৫ জনের স্কোয়াড নিয়ে সেন্ট জর্জেস পার্কে অনুশীলন শুরু করেছে বার্সা। লুইস সুয়ারেজ, আরডা টুরানদের সঙ্গে বেশ আমোদেই আছেন আর্জেন্টাইন তারকা। মূলত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে (আইসিসি) অংশ নিতেই ইংল্যান্ডে মেসিরা। ৩০ জুলাই ডাবলিনে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের বিপক্ষে খেলবে বার্সিলোনা। এর আগে অনুশীলন ক্যাম্প করবে লুইস এনরিকের দল। অথচ মেসি সেন্ট জর্জেস পার্কের এই সফরে অংশ নেবেন না বলেই ধারনা করা হয়েছিল। কিন্তু ছুটি সংক্ষিপ্ত করে ইংল্যান্ড সফরকারীদের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। এ প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সা জানায়, আরডা টুরানকে সঙ্গী করে ছুটি শেষ হওয়ার আগেই ক্লাবে ফিরে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার। সেটাই সত্যি হয়েছে। এখন বার্সার সঙ্গে ইংল্যান্ড অবস্থান করছেন দলের সেরা তারকা। আইসিসিতে খেলার কথাও আছে মেসির। কোপা আমেরিকা শেষে এই আসর দিয়েই ফুটবলে ফিরছেন ২৯ বছর বয়সী এই মহাতারকা। জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও ইভান রাকিটিচ এখনই দলে ফিরছেন না। থাকবেন ছুটিতেই। বার্সার স্কোয়াডে থাকা ২৫ ফুটবলারের মধ্যে ১২ জনই ক্লাবটির যুবদল থেকে নেয়া হয়েছে। এ বছর বার্সায় নতুন করে যোগ দেয়া স্যামুয়েল উমটিটি ও লুকাস ডিজনে নেই এই সফরে। ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে ছুটিতে আছেন তারা। এদিকে একের পর এক চমক দিয়েই চলেছেন মেসি। গত মাসে কোপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তোলপাড় তুলেছিলেন আর্জেন্টাইন তারকা।
×