ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার বক্সিং রিংয়ে সি আর সেভেন, চুক্তি নবায়ন হচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে

‘রোনাল্ডোই পাবেন ফিফা ব্যালন ডি’অর’

প্রকাশিত: ০৬:৩২, ২৬ জুলাই ২০১৬

‘রোনাল্ডোই পাবেন ফিফা ব্যালন ডি’অর’

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারের সবচেয়ে স্বর্ণালী সময় অতিবাহিত করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাবের হয়ে সবচেয়ে মর্যাদার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর কিছুদিন আগে জিতেছেন দেশের হয়ে প্রথমবার ইউরো চ্যাম্পিয়নশিপ। যে কারণে নিদারুণ চিত্তসুখে আছেন সি আর সেভেন। ধারাবাহিক দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতিস্বরূপ পুরস্কার আর সম্মানের জোয়ারে ভাসতে শুরু করেছেন রোনাল্ডো। ইতোমধ্যে অনেকেই বলেছেন, আগামী ফিফা ব্যালন ডি’অর এ্যাওয়ার্ড পাবেন পর্তুগীজ সুপারস্টার। এই সময়ে অবসরে থাকা রোনাল্ডো আছেণ বেশ ফুরফুরে মেজাজে। এবার তাঁকে দেখা গেছে বক্সিং রিয়ে। আর রিয়ালের সঙ্গে নতুন চুক্তিও নাকি হতে যাচ্ছে সি আর সেভেনের। ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানো রোনাল্ডোই ২০১৬ সালের ব্যালন ডি’অর জিতবেন বলে ধারণা সংখ্যাগরিষ্ঠের। ক্লাব সতীর্থ লুকাস ভাসকেসেরও বিশ্বাস, বর্ষসেরা হওয়ার দৌড়ে লিওনেল মেসি কিংবা অন্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে পর্তুগীজ তারকা। অসাধারণ অর্জনের জন্য ভাসকেসের বিশ্বাস, রোনাল্ডো এবার চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে আমার মনে হয় না, এ বিষয়ে কোন সন্দেহ আছে। অন্য কারও চেয়ে এবার রোনাল্ডো এটার যোগ্য। আশা করি, সে আবার এটা জিতবে। তিনবারের বর্ষসেরা তারকার উচ্ছ্বসিত প্রশংসা করে ভাসকেস বলেন, তার পাশে খেললে সবকিছুই সহজ হয়ে যায়। আপনি তাকে মাঝে মধ্যে খারাপ পাস দিলেও সে কোনভাবে গোল করবে। সে যা করে তা অবিশ্বাস্য। গত মৌসুমে রিয়ালের হয়ে স্প্যানিশ লা লিগায় ৩৬ ম্যাচে ৩৫ গোল করেন ৩১ বছর বয়সী রোনাল্ডো। আর চ্যাম্পিয়ন্স লীগে দলকে শিরোপা এনে দিতে আসরে সর্বোচ্চ ১৬ গোল করেন। গত ১০ জুলাই ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনালে চোটের কারণে পুরোটা সময় খেলতে না পারলেও পুরো আসরে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। দারুণ সুখ সময় সময় কাটানো রোনাল্ডোকে এবার দেখা নয়া চ্যালেঞ্জে! তিনি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে (ইউএফসি) খেলেছেন। অর্থাৎ বক্সিং রিংয়ে নামতে যাচ্ছেন সি আর সেভেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খরব, ইউএফসি তারকা কোনর ম্যাকগ্রেজোরের বিপক্ষে বক্সিং রিংয়ে মুখোমুখি হয়েছেন। বিষয়টি আসলে অন্যরকম। ছুটিতে থাকা রোনাল্ডো যুক্তরাষ্ট্রের লাস ভেগাস সফর করছেন। সেখানে তিনি অনুশীলনে থাকা আইরিশ ফেদারওয়েট চ্যাম্পিয়ন ম্যাকগ্রেজোরের সঙ্গে দেখা করেছেন। আর রিংয়ে পোজ দিয়ে বেশ কয়েকটি ছবিও তুলেছেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে রিয়াল মাদ্রিদ তারকা একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, তোমার সঙ্গে সাক্ষাত করে দারুণ লাগছে। এদিকে ম্যাকগ্রেজোর অন্য একটি ছবি পোস্ট করে লেখেন, আমার ভাই রোনাল্ডো আমাকে ফেলে দিল! সে একটা পশু। সীমাহীন সুখের মধ্যে থাকা রোনাল্ডোর সঙ্গে রিয়াল মাদ্রিদ নতুন চুক্তি করতে যাচ্ছে। এমন খবরও চাউর হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। জন্মস্থান মাদেইরার একমাত্র বিমানবন্দরটির নাম হচ্ছে তার নামে, নিজের হোটেল ব্যবসাও চালু করেছেন। এই সুসময়ের মধ্যেই রিয়াল ভক্তদেরও একটা আনন্দের খবর দিয়েছেন পর্তুগীজ অধিনায়ক। রিয়ালের সঙ্গে নিজেই নতুন চুক্তির কথা জানিয়েছেন সাবেক ফিফা সেরা তারকা। ২০১৩ সালে পাঁচ বছরের চুক্তি নবায়নের বিষয়ে রোনাল্ডোর কথা হয়েছে রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সঙ্গে। এ প্রসঙ্গে রিয়াল তারকা বলেন, ফোনে সভাপতির সঙ্গে কথা হয়েছে। মাদ্রিদে পৌঁছানোর পর এ নিয়ে কথা বলব। রোনাল্ডো আরও বলেন, অবশ্যই আমি এটা চাই। অনেকবার বলেছিও সেটা। ক্লাবও চায়। তবে অল্পস্বল্প কথা হয়েছে। পুরো বিষয়টা আগামীতে জানা যাবে।
×