ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবশেষে রাশান ক্রীড়াবিদদের মুখে হাসি

প্রকাশিত: ০৬:৩০, ২৬ জুলাই ২০১৬

অবশেষে রাশান ক্রীড়াবিদদের মুখে হাসি

স্পোর্টস রিপোর্টার ॥ সারাবিশ্ব তোলপাড় করা ঘটনা! গত দুই সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে ছিল হাজার রকমের আলোচনা-পর্যালোচনা। অবশেষে ক্রীড়াবিশ্ব জেনে গেল চূড়ান্ত সিদ্ধান্তটি। রাশিয়া রিও ডি জেনিরো অলিম্পিক থেকে নিষিদ্ধ হয়নি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রবিবার রাতে লুসানে আহ্বান করা বিশেষ সম্মেলনের পর প্রতি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনকে এখতিয়ার দিয়েছে বিষয়টি নিয়ে নিজেদের রাশিয়ান ক্রীড়াবিদদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। এর ফলে এখন স্ব স্ব ক্রীড়া ফেডারেশনই জানাবে রাশিয়ার ক্রীড়াবিদের রিও অলিম্পিকে অংশ নেয়ার বিষয়টি। ইতোমধ্যেই দায়িত্বভার পেয়ে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) সবার আগে রাশিয়ার টেনিস খেলোয়াড়দের অনুমোদন দিয়েছে রিও অলিম্পিকে অংশ নেয়ার। কিন্তু রাশিয়াকে পুরোপুরি এবারের অলিম্পিক থেকে নিষিদ্ধের জোর দাবি ছিল। সেটা না হওয়াতে দারুণ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ডব্লিউএডিএ ওয়াডা)। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ আইওসির এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক হারে নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের জন্য রাশিয়াকে আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে অংশগ্রহণ করার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল অনেকেই। সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত নিতে আইওসি নির্বাহী সদস্যরা বিশেষ সম্মেলনে বসেছিল লুসানে। বৈঠক শেষে রাশিয়াকে পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়নি আইওসি। তবে অংশগ্রহণের অনুমোদনও দেয়নি। আইওসি প্রতি ক্রীড়ার নির্দিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনকে দায়িত্ব দিয়েছে রাশিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। আইওসি বলেছে এখন ফেডারেশনগুলোই রাশিয়ার ক্রীড়াবিদদের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা রিও অলিম্পিকে অংশ নেয়ার জন্য যথেষ্ট উপযুক্ত এবং যোগ্য কিনা। তবে রাশিয়ার এই ড্রাগ পাপের মাত্রাতিরিক্ত ছড়িয়ে পড়ার ক্ষেত্রে আইওসি জুলিয়া স্টেপানোভার ভূমিকা অনেক বড় বলে মনে করছে। তাই ৮০০ মিটারের এই দৌড়বিদকে নিষিদ্ধ করেছে। নিরপেক্ষ প্রতিযোগী হিসেবেও তিনি অলিম্পিকে অংশ নিতে পারবেন না। সম্মেলন শেষে আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, ‘আমরা এই নিষেধাজ্ঞার বিষয়টির জন্য একটা সীমা বেঁধে দিয়েছি। বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে এবং ডোপ টেস্টের ফলাফল বিবেচনা করে এখন সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনগুলোই রাশিয়ার ক্রীড়াবিদদের অনুমোদন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তারা যাদের অনুমোদন দেবে শুধু তারাই রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন।’ উল্লেখ্য, আগেই রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের ডোপ কলঙ্কের জন্য রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করা হয়েছিল। সেটা বহালই আছে। কিন্তু নতুন করে কানাডার আইন অধ্যাপক রিচার্ড ম্যাকলারেনেরে রিপোর্টের ভিত্তিতে বিশ্বব্যাপীই দাবি ওঠে রাশিয়াকে পুরোপুরি অলিম্পিক থেকে নিষিদ্ধের। সেটা আইওসি করতে পারেনি দুর্বলতার কারণে এমনটাই এখন মনে করছেন রাশিয়াকে নিষিদ্ধের জন্য জোর দাবি করেছেন যারা। বিশেষ করে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র চরম হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেছে আইওসির ওপর। অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী সুসান লেই বলেছেন, ‘আমি খুবই হতাশ। ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্ত একজন আন্তর্জাতিক নেতা দরকার। কিন্তু এক্ষেত্রে তেমন কেউ ছিল না। ফলে অলিম্পিক ও প্যারাঅলিম্পিকের যে চাহিদা ও ভাবমূর্তি সেটা অনেকখানি নষ্ট হলো।’ এবার অস্ট্রেলিয়া রিও অলিম্পিকের ব্যবস্থাপনা নিয়ে এমনিতেই অসন্তুষ্ট। সঠিক ব্যবস্থাপনা, সুযোগ-সুবিধা না থাকার অভিযোগ এনে অলিম্পিক ভিলেজ বয়কট করেছে তারা। এখন রাশিয়ার এ বিষয়টি নিয়ে আরেকবার অসন্তোষ তৈরি হলো তাদের ভেতর। এদিকে যুক্তরাষ্ট্রও দারুণ ক্ষুব্ধ। দেশটির ডোপবিরোধী সংস্থা প্রধান ট্রাভিস টাইগার্ট বলেন, ‘নিষ্পাপ এ্যাথলেট এবং অলিম্পিকের মর্যাদা বৃদ্ধির জন্য সারাবিশ্বে যে দাবি উঠেছিল সেটার জবাবে আইওসি সুস্পষ্টভাবে নেতৃত্ব নিতে পারেনি। উল্টো তারা একটি দ্বিধাবিভক্তির জট তৈরি করেছে।’ দারুণ হতাশা প্রকাশ করা হয়েছে ওয়াডা থেকেও। কারণ এ সংস্থাটি ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও জার্মানিসহ মোট ১৪ দেশের অলিম্পিক কমিটি রাশিয়াকে পুরোপুরি নিষিদ্ধের জন্য চিঠি দিয়েছিল আইওসিকে। কিন্তু এমন সিদ্ধান্তের পর ওয়াডা প্রেসিডেন্ট ক্রেইগ রিডি বলেন, ‘ওয়াডা অবশ্যই চরম হতাশ। কারণ আমাদের নির্বাহী কমিটি থেকে যে সুপারিশ করা হয়েছিল সেটার প্রতি কর্ণপাত করেনি আইওসি। আরও শক্তিশালী, সোজাসাপ্টা এবং সমন্বয়পূর্ণ একটা সিদ্ধান্ত জানানো উচিত ছিল তাদের। যদিও বিশ্বব্যাপী আইওসির সিদ্ধান্তে হতাশা, ক্ষোভ ফুটে উঠেছে কিন্তু দারুণ খুশি রাশিয়া। ম্যাকলারেনের রিপোর্টের ভিত্তিতে দেশটির ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকোর বিরুদ্ধেও তদন্ত পরিচালনার আহ্বান করা হয়েছিল। সেই মুটকো দারুণ সন্তোষ প্রকাশ করেছেন আইওসির সিদ্ধান্তে। তিনি বলেন, ‘প্রায় সব রাশিয়ান এ্যাথলেট ও ক্রীড়াবিদেরই প্রয়োজনীয় যে যোগ্যতা থাকতে হবে সেটা আছে। আমি আইওসির এ সিদ্ধান্তের প্রশংসা করি। তারা বেশ যুগোপযোগী ও দারুণ বস্তুনিষ্ঠ সিদ্ধান্তই নিয়েছে।’ এদিকে আইওসির রায়ের পরই আইটিএফ রাশিয়ান টেনিস দলকে রিও অলিম্পিকে অংশ নেয়ার অনুমোদন দিয়েছে। আইটিএফ জানিয়েছে ইতোমধ্যেই দেশটির ৮ খেলোয়াড় তাদের প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেছেন। ২০১৪ সালের পর থেকে ডোপ টেস্টের জন্য তাদের ২০৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮৩টি বিভিন্ন প্রতিযোগিতার সময় দেয়া এবং ১২২টি প্রতিযোগিতা ছাড়া সময়ে প্রদান করা। এসবের মধ্যে ১১১টি মূত্রের নমুনা এবং ৯৪টি রক্তের নমুনা।
×