ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৪ কেজি স্বর্ণ পাচার মামলায় ৬ জনের জেল

প্রকাশিত: ০৬:০০, ২৬ জুলাই ২০১৬

২৪ কেজি স্বর্ণ পাচার মামলায় ৬ জনের জেল

কোর্ট রিপোর্টার ॥ প্রায় চব্বিশ কেজি স্বর্ণ পাচারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় ৬ আসামির ১০ বছর করে জেল হয়েছে। সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এসএম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা এবং এ টাকা না দিলে বাড়তি ৬ মাসের কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। রায়ে মোঃ সেলিম নামে এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। দ-িত আসামিরা হলেন সমীর মজুমদার, ইসহাক ওরফে ইসমাইল, জহিরুল হক, আব্দুল ওহাব তালুকদার, আলহাজ হুমায়ুন কবির ও আব্দুল মালেক। সমীর ও জহিরুল পলাতক, ইসহাক কারাগারে এবং অপর আসামিরা জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় সেলিম আদালতে হাজির ছিলেন। ইসহাককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর আসামিরা অনুপস্থিত ছিলেন। আজ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা সংসদ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরী সভা আজ মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারী দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক জঙ্গী-সন্ত্রাসী হামলা, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে ওই সভায় আলোচনা হবে। সংসদ নেতা এ বিষয়ে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।
×