ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের যে কোন পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৬:০০, ২৬ জুলাই ২০১৬

বাংলাদেশের যে কোন পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে ॥ বার্নিকাট

স্টাফ রিপোর্টার ॥ গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার ঘটনায় উভয় দেশের সম্পর্কের কোন অবনতি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের চিন্তা-চেতনায় কোন উগ্র মৌলবাদ নেই তাই বাংলাদেশের যে কোন পরিস্থিতি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র পাশে থাকবে। সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের কাছে নিরাপদ ও শক্তিশালী সিটি গড়ে তোলার লক্ষ্যে ওয়ার্ল্ড মেয়রদের নিয়ে আয়োজিত একটি সিটি নেটওয়ার্ক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানাতে নগর ভবনে আসেন বার্নিকাট। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনাকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে বার্নিকাট বলেন, আইএস বা সন্ত্রাসী হামলার সমস্যা শুধু বাংলাদেশের নয়। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে। গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন সম্পর্কের অবনতি হবে না। বিগত সময়ে যে সম্পর্ক ছিল তার চেয়ে সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে। পাহাড়পুর, বাগেরহাট ও মহাস্থানগড় জাদুঘর ১-৩১ আগস্ট বন্ধ থাকবে প্রত্মতত্ত্ব অধিদফতরের আওতাধীন পাহাড়পুর জাদুঘর, বাগেরহাট জাদুঘর ও মহাস্থানগড় জাদুঘরের অভ্যন্তরীণ প্রত্মসামগ্রীর প্রদর্শনী ব্যবস্থা উন্নয়নের জন্য আগামী ১ আগস্ট হতে ৩১ আগস্ট পর্যন্ত জাদুঘরসমূহ বন্ধ থাকবে। প্রদর্শনী ব্যবস্থা আধুনিকায়ন হলে দর্শনার্থীগণ ডিজিটাল পদ্ধতি ও সরাসরি প্রত্মসামগ্রী দেখার সুযোগ পাবেন। এতে দেশের দর্শনার্থীগণ উন্নত দেশের জাদুঘরসমূহের প্রদর্শনীর অনুরূপ সুবিধা পাবেন। দেশ-বিদেশের দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। -বিজ্ঞপ্তি
×