ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পীকার

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ জুলাই ২০১৬

সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পীকার

সংসদ রিপোর্টার ॥ মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সোমবার স্পীকার অন্যান্য বছরের মতো এবারও পোনা অবমুক্ত করলেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, হুইপ আতিউর রহমান আতিক, মোঃ শহীদুজ্জামান সরকার, মোঃ শাহাব উদ্দিন, মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি প্রমুখ। অবশেষে বিমানে নতুন পে-স্কেল কার্যকর স্টাফ রিপোর্টার ॥ কঠোর আন্দোলনের হুমকির মুখে অবশেষে বিমানে পে-স্কেল কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। রবিবার রাতে বিমানের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নানা টানাপোড়েন থাকা সত্ত্বেও পর্ষদ সদস্যরা জাতীয় বেতন স্কেলের সঙ্গে সমন্বয় রেখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন। যে কারণে গত বছরের ১ জুলাই থেকেই বকেয়া বেতন ভাতাসহ বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকার ঘোষিত পে-স্কেল কার্যকর করা হয়। এ ঘোষণায় সোমবার বিমানে আনন্দের বন্যা নেমে আসে। জানা যায়, নতুন বেতন স্কেল চলতি মাস থেকেই কার্যকর হলেও বকেয়াসহ সব ধরনের পাওনা পরিশোধ করা হবে গত বছরের ১ জুলাই থেকে। এজন্য বিমানে কমপক্ষে আরও একশ’ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। বিগত দুই বছর ধরে লাভের ধারায় থাকা বিমানকে এখন হঠাৎ এত টাকা অতিরিক্ত পরিশোধ করার পর আর্থিক খাতে ধকল যাবে বলে জানিয়েছেন একাধিক সদস্য। এ ধরনের আশঙ্কা থেকেই পে-স্কেল বিষয় বিমানের সাব কমিটি আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করার মতামত দিলেও রবিবারের বৈঠকেই তা নতুন স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়। এ সম্পর্কে একজন পর্ষদ সদস্য জনকণ্ঠকে জানান, রবিবার রাতের বৈঠকে এ ঘোষণা দেয়া না হলে সোমবার সকালেই বিমানে অচলাবস্থা দেখা দিত।
×