ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমিউনিটি ক্লিনিক ধারণার সফল বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ জুলাই ২০১৬

কমিউনিটি ক্লিনিক ধারণার সফল বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত গ্রামেগঞ্জে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার স্বপ্ন দেখেছিলেন। ‘কমিউনিটি ক্লিনিক’ ধারণার মাধ্যমে তাঁর সেই স্বপ্নের সফল বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পল্লী এলাকার প্রতি ছয় হাজার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র শুধু দক্ষিণ এশিয়া নয়, সারাবিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজিত ‘ব্র্যান্ডিং অব কমিউনিটি ক্লিনিক এ্যাকটিভিটিস’ শীর্ষক কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবার (সিবিএইচসি) আওতায় এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের আয়োজনে সারাদেশে কমিউনিটি ক্লিনিক ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালিত হবে। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের নতুন লোগো, সেøাগান-‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এবং সাইনবোর্ড উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং এ কর্মসূচীর দলনেতা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দ্বীন মোহাম্মদ নুরুল হক, সিবিএইচসির লাইন ডিরেক্টর ডাঃ মোঃ মমতাজুল হক, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর। স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচীর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান এবং কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন ক্রিয়েটিভ মিডিয়ার প্রোগ্রাম ম্যানেজার অয়ন দেবনাথ। ব্র্যান্ডিং কর্মসূচীর উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। অবকাঠামো হয়েছে, চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও আছে। এখন এসব ক্লিনিকে হৃদয়বান চিকিৎসক ও মমতাময়ী নার্সের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
×