ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবজাতকের সঙ্গে বন্ধন তৈরিতে এ্যাপ

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ জুলাই ২০১৬

নবজাতকের সঙ্গে বন্ধন তৈরিতে এ্যাপ

সন্তান জন্মের পর মায়েরা সর্বপ্রথম তাদের নবজাতকের সঙ্গে তাৎক্ষণিক বন্ধন তৈরিতে প্রাধান্য দেন। তবে অধিকাংশের উচ্চাশা থাকলেও নবজাতকের সঙ্গে বন্ধন যতটা আশা করা হয় ততটা সহজে তৈরি হয় না। বাস্তবে পিতামাতা ৬০ শতাংশ তাদের নবজাতকের সঙ্গে তাৎক্ষণিক বন্ধন গড়ে তুলতে পারেন না। তাহলে এ ক্ষেত্রে কি তাদের কোন ত্রুটি আছে ? অথবা এটি কি স্বাভাবিক? গবেষণায় দেখা গেছে, সদ্যজাত সন্তানের সঙ্গে বন্ধন গড়ে তুলতে কখনও কখনও ছয় মাস পর্যন্ত সময় নিতে পারে। তবে আশার কথা, নতুন একটি এ্যাপ বাজারে এসেছে যা বন্ধন দ্রুত গড়ে দিতে সাহায্য করতে পারে। ৩০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গবেষক জেন হ্যামিল্টন ‘ডব্লিউওটি বেবি’ নামে নতুন প্যারেন্টিং এ্যাপ তৈরি করেছেন, যা নবজাতকের ছয় মাস বয়স পর্যন্ত অভিভাবকদের পরামর্শ ও বিভিন্ন টিপস দিচ্ছে। হ্যামিল্টন বলেন, তার এ্যাপ ডব্লিউওটিবেবি একজন ধাত্রীর সেবা দেবে। এ্যাপটি শিশুর বিকাশ চিহ্নিত করতে এবং প্রতিদিন শিশু যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে তার সমাধান বের করতে অভিভাবকদের সহায়তা করবে।
×