ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএস পরিচয়ে চিঠি

কেশবপুরে সংখ্যালঘু নেতাকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৫৪, ২৬ জুলাই ২০১৬

কেশবপুরে সংখ্যালঘু নেতাকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৫ জুলাই ॥ কেশবপুরে আইএস পরিচয়ে পূজা উদযাপন পরিষদের এক নেতাকে চিঠি দিয়ে দেশত্যাগ ও হত্যার হুমকি দেয়া হয়েছে। চিঠিতে এক মাসের ভেতর দেশত্যাগ না করলে তাকে হত্যা করা হবে বলে জানানো হয়েছে। এ ঘটনায় ওই নেতা বিদ্যানন্দকাটি গ্রামের নন্দ দুলাল বসু নিরাপত্তা চেয়ে সোমবার কেশবপুর থানায় জিডি দায়ের করেছেন। জানা গেছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিদ্যানন্দকাটি গ্রামের মৃত মুকুল বিহারী বসুর ছেলে নন্দ দুলাল বসুকে (৫৫) ২৪ জুলাই রবিবার বেলা ২টার দিকে বাড়ির পেছনের বারান্দায় কে বা কারা আইএস যশোর আঞ্চলিক শাখার নামে একটি খোলাচিঠি ফেলে রেখে যায়। চিঠিতে লেখা হয়েছেÑ ‘তোমাদের এ দেশে থাকার মেয়াদ শেষ, তোমাকে আর এক মাস সময় দেয়া হলো। এক মাসের মধ্যে দেশত্যাগ করতে হবে। তা না হলে তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এছাড়া সব রকম পূজা ও অন্য সামাজিক কার্যক্রম বন্ধ করবে। তোর মৃত্যু ও পরিবারের ক্ষতি কেউ ঠেকাতে পারবে না। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রথমে ইসলামের পতাকা তুলব।’ সোমবার সকালে নন্দ দুলাল বসু কেশবপুর থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছেন, যার নম্বর ৯৫৩। এ ঘটনায় কেশবপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, আমরা থানায় সাধারণ ডায়েরি নিয়ে তদন্ত করছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা উদযাপন পরিষদের নেতাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দাসহ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পূজা উদযাপন পরিষদ কেশবপুর শাখার সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক মাস্টার সুকুমার সাহা।
×