ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফবিসিসিআই জঙ্গীবিরোধী কনভেনশন করবে

প্রকাশিত: ০৫:৫২, ২৬ জুলাই ২০১৬

এফবিসিসিআই জঙ্গীবিরোধী কনভেনশন করবে

এম শাহজাহান ॥ জঙ্গী-সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের পাশে থাকবে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা। নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের আস্থার সঙ্কট দূর করাসহ বাণিজ্যিক কর্মকা- স্বাভাবিক রাখতে জঙ্গীবিরোধী জাতীয় কনভেনশন করার উদ্যোগ নিচ্ছে এফবিসিসিআই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি করে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় এই কনভেনশন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অধিভুক্ত দেশের সকল চেম্বার ও এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে এই কনভেনশনে আমন্ত্রণ জানানো হবে। জঙ্গীবাদ একটি বৈশ্বিক সমস্যা, তাই এই ইস্যুতে বাংলাদেশ থেকে কোন বিনিয়োগকারী যাতে মুখ ফিরিয়ে না নেন, সে বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে বিশেষ বার্তা দেয়া হবে। দেশী-বিদেশী বিনিয়োগকারীদের নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান ও গঠনমূলক সমালোচনা করা হবে এই কনভেনশনে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। জানা গেছে, জঙ্গী ইস্যুতে দেশের প্রধান রফতানি শিল্প পোশাকখাতের উদ্যোক্তারা চাপের মুখে রয়েছেন। নিরাপত্তা ইস্যুতে বিদেশী ক্রেতারা (বায়ার) বাংলাদেশ সফর করতে উৎসাহিত বোধ করছেন না। এমনকি দেশী-বিদেশী বিনিয়োগও কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই বাস্তবতায় এফবিসিসিআই থেকে জঙ্গী বিরোধী একটি কনভেনশন করা হবে। সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ সম্প্রতি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে দেখা করে এ ধরনের একটি কনভেনশন করার কথা জানিয়ে এসেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মোঃ সফিউল ইসলাম মহিউদ্দিন জনকণ্ঠকে বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ ব্যবসায়ীরাও। তাই জঙ্গী ও সন্ত্রাসবাদ মোকাবেলায় এফবিসিসিআই সভাপতি একটি কনভেনশন করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা শান্তির পক্ষে। যেকোন সঙ্কটে ব্যবসায়ীরা সরকার ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাই এই সঙ্কট মোকাবেলায়ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিদেশী উদ্যোক্তাদের নিরাপত্তার বিষয়টি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এফবিসিসিআই থেকেও তাদের নিরাপত্তা বিধানের দাবি করা হয়েছে। অর্থনীতি বিপর্যস্ত নয়, আশা করছি-স্বাভাবিক গতিতে চলছে সব ধরনের বাণিজ্যিক কর্মকা-। এদিকে, এই কনভেনশনের প্রস্তুতি সামনে রেখে আগামী ৬ আগস্ট এফবিসিসিআইয়ের আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির জরুরী বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে কনভেনশনের দিন, তারিখ এবং সময় নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। জঙ্গী ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেয়া হবে আগামী কনভেনশনে। এ প্রসঙ্গে সংগঠনটির আইনশৃঙ্খলা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদ জনকণ্ঠকে বলেন, সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশও এ সমস্যার বাইরে নয়। জঙ্গী-সন্ত্রাসবাদ মোকাবেলায় সারাদেশের ব্যবসায়ী সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি বলেন, যেকোন দুর্যোগ ও সঙ্কটকালীন মুহূর্তে ব্যবসায়ীরা সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। তাই আগামীতেও সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের পাশে থাকবে ব্যবসায়ীরা। আর এ কারণেই জাতীয় কনভেনশনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
×