ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যাকিং রুখতে এ্যাপল

প্রকাশিত: ০৫:৪৪, ২৬ জুলাই ২০১৬

হ্যাকিং রুখতে এ্যাপল

আইফোন ব্যবহারকারীদের নিজেদের সফটওয়্যার সর্বশেষ সংস্করণে আপডেট করার জন্য আহ্বান জানিয়েছে এ্যাপল। হ্যাকাররা কেবল একটি টেক্সট মেসেজ পাঠিয়ে অন্য একটি আইফোনে প্রবেশ করতে পারে। মেসেজে থাকে বিশেষভাবে পরিবর্তিত একটি ইমেজ ফাইল, যার মাধ্যমে আইওএস তার ডিভাইসে তৃতীয় পক্ষকে প্রবেশের অনুমতি দেয়। তা ছাড়াও মেসেজে থাকে অনিষ্টকারী কোড, যা আইফোনের মেমোরি, ওয়েবসাইট ও ই-মেইল পাসওয়ার্ড তথ্য চুরি করতে পারে। সিসকো-এর নিরাপত্তা গবেষক টিলার বোহান জানান, আইফোন, আইপ্যাড আইপড এমনকি ওএসএক্স ম্যাক কম্পিউটারসহ আইওএস-এর সব ডিভাইসে এরকম হ্যাকিং সম্ভব। এ্যাপল এই সমস্যার একটি সমাধান বের করেছে। কিন্তু এইজন্য ব্যবহারকারীকে সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ আইওএস ৯.৩.৩ বা ওএস এক্স এল ক্যাপিটান ১০.১১.৬ এ আপডেট করতে হবে। আইওএস ডিভাইসে এই আপডেটের জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করতে হবে- সেটিংস > জেনারেল > সফটওয়্যার আপডেট > ডাউনলোড এ্যান্ড ইনস্টল বা আইমেসেজ আর এমএমএস মেসেজিং বন্ধ করেও হ্যাকিং বন্ধ করা যেতে পারে। ম্যাক ব্যবহারকারীদের এজন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করতে হবে- এ্যাপল আইকনে ক্লিক করতে হবে। তারপর আপ স্টোর> আপডেট> ১০.১১.৬ আপডেট ইনস্টল। এ্যাপল শীঘ্রই মোবাইল আর ডেস্কটপের জন্য নতুন সংস্করণ বাজারে আনবে। - মিরর
×