ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসামির প্রধান আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রীমকোর্ট আপীল বেঞ্চের সিদ্ধান্ত

শুনানি ১ মাস পেছাল ॥ মীর কাশেমের মৃত্যুদণ্ডের রিভিউ

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ জুলাই ২০১৬

শুনানি ১ মাস পেছাল ॥ মীর কাশেমের মৃত্যুদণ্ডের রিভিউ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মুত্যুদ-প্রাপ্ত বদরবাহিনীর তৃতীয় শীর্ষ নেতা জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী দ-ের চূড়ান্ত রায় পুনঃবিবেচনার (রিভিউ) যে আবেদন করেছিলেন, তার শুনানি এক মাস পিছিয়ে গেছে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে। ওই রিভিউ আবেদন সোমবার সুপ্রীমকোর্টে শুনানির জন্য এলেও জামায়াতের শূরা সদস্য মীর কাশেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতের কাছে প্রস্তুতির জন্য দুই মাস সময় চান। শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপীল বেঞ্চ সময়ের আবেদন মঞ্জুর করে ২৪ আগস্ট শুনানির দিন ঠিক করে দেন। আদেশে বলা হয়, এর পর আর সময় দেয়া হবে না। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। মৃত্যুদ- বহাল রেখে আপীলের পূর্ণাঙ্গ রায় ৬ জুন প্রকাশের পর তা পুনঃবিবেচনা (রিভিউ) চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাশেম। রিভিউ আবেদন শুনানির দিন ধার্যের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ ধারাবাহিকতায় ২১ জুন চেম্বার বিচারপতি বিষয়টি ২৫ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান এবং মামলাটি সোমবারের দৈনন্দিন কার্যতালিকায় ৬৩ নম্বর ক্রমিকে আসে। তবে শুনানির জন্য আরও সময়ের আবেদন করা হবে জানিয়ে মীর কাশেমের ছেলে মীর আহমেদ বিন কাশেম রবিবার বলেছিলেন, ‘প্রস্তুতির জন্য দুই মাস সময়ের আবেদন করা হয়েছে। আপীল বিভাগের রায়ে এসেছে, এ মামলায় অভিযোগ গঠনের আদেশ ত্রুটিপূর্ণ।’ সোমবার আদালত শুনানি পিছিয়ে দেয়ার পর আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘প্রস্তুতির জন্য আমরা দুই মাস সময় চেয়েছিলাম। আদালত এক মাস দিয়েছে। ২৪ আগস্ট শুনানির তারিখ দিয়েছে।’ রিভিউয়ের দিন ধার্য করতে ২১ জুন সকালে আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবেদন করেন। রিভিউ আবেদনের দ্রুত শুনানির আর্জি জানানো হয়। ১৯ জুন মীর কাশেম আলীর মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে ১৪টি যুক্তি দেখিয়ে ৮৬ পৃষ্ঠার রিভিউ আবেদন দাখিল করেন তার ছেলে আইনজীবী মীর আহমেদ বিন কাশেম। এর আগে গত ৬ জুন মীর কাশেমের ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ পায়। ‘রিভিউ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা’ নিয়ম অনুযায়ী এ দুটি আইনী প্রক্রিয়া শেষ হওয়ার পর তার দ- কার্যকর করার উদ্যোগ নেবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইন অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আপীলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করার কথা মীর কাশেম আলীর। সে হিসাবে নির্ধারিত সময়ের একদিন আগেই ১৯ জুন তারা রিভিউ (পুনঃবিবেচনা) আবেদন করেছেন। ৬ জুন দুপুরে রায় প্রকাশের পর সুপ্রীমকোর্ট থেকে রায়ের অনুলিপি বিচারিক আদালতে (ট্রাইব্যুনালে) পাঠানো হয়। পরে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাইব্যুনাল থেকে মীর কাশেম আলীর মৃত্যুপরোয়ানা জারি করেন বিচারকরা। লাল কাপড়ে মুড়িয়ে পরোয়ানাটি ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিসি অফিস তথা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। এর পরের দিন ৭ জুন মঙ্গলবার সকালে কাশিমপুর কারাগার পার্ট-২-এ মীর কাশেম আলীকে পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং মৃত্যু পরোয়ানা জারির বিষয়ে জানানো হয়। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদ- বহাল রেখে গত ৮ মার্চ মীর কাশেম আলীর আপীল খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ। এর আগে ২০১৪ সালের ২ নবেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দুই অভিযোগে মীর কাশেমের মৃত্যুদ- এবং আট অভিযোগে সব মিলিয়ে ৭২ বছরের কারাদ- হয়েছিল।
×