ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:০৮, ২৬ জুলাই ২০১৬

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

অধ্যায় দ্বিতীয় প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ২য় অধ্যায় থেকে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। নৈর্ব্যক্তিক প্রশ্ন : ক) বহুনির্বাচনী প্রশ্ন : (সঠিক উত্তরটি তোমার খাতায় লিখ) ১. কবে পলাশীর যুদ্ধ হয়েছিল? ক) ১৭৫৫ সালের ১লা জানুয়ারি খ) ১৭৫৬ সালের ২৩শে জুন গ) ১৭৫৬ সালের ৩০শে অক্টোবর ঘ) ১৭৫৭ সালে ২৩শে জুন ২. ১৯০৫ সালে কী হয়েছিল? ক) সিপাহি বিদ্রোহ খ) বাংলা ভাগ গ) ভারত বিভক্তি ঘ) ফকির সন্ন্যাসী বিদ্রোহ ৩. কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন? ক) ক্ষুদিরাম খ) চিত্তরঞ্জন দাশ গ) তিতুমীর ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়? ক) ১৯৪৫ খ) ১৯৪৭ গ) ১৯৪৯ ঘ) ১৯৫০ ৫. ১৮৫৭ সালে কী হয়েছিল? ক) সিপাহি বিদ্রোহ খ) বাংলা ভাগ গ) ভারত বিভক্তি ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৬. বাংলার শেষ নবাব কে? ক) আলিবদী খাঁ খ) লর্ড ক্লাইভ গ) মীর জাফর ঘ) সিরাজউদ্দোলা ৭. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হন? ক) ২৩ খ) ২২ গ) ২৪ ঘ) ২৫ ৮. বাংলা ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী? ক) ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী খ) ইউরোপীয় কোম্পানী গ) ইংরেজ কোম্পানী ঘ) ভারত-ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ৯. বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ক) ১৭৫৭ সাল খ) ১৭৬৪ সাল গ) ১৮৫৭ সাল ঘ) ১৭৪৬ সাল ১০. ইংরেজ শাসনের ভিত্তি এদেশে কত সালে স্থাপিত হয়? ক) ১৬০১ খ) ১৬৬৭ গ) ১৭০৯ ঘ) ১৭৫৭ ১১. কোম্পানির শাসন রদ করে কত সালে ক) ১৮৫৭ সালে খ) ১৭৫৭ সালে গ) ১৮৭৫ সালে ঘ) ১৬৬৫ সালে ১২. কার ষড়যন্ত্রে নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে গেলেন। ক) আলীবর্দী খান খ) মীর জাফর গ) লর্ড ডালহৌসি ঘ) কাসিম ১৩. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে কোন যুদ্ধ দায়ী? ক) পানিপথের যুদ্ধ খ) পলাশীর যুদ্ধ গ) তরাইন যুদ্ধ ঘ) বক্সারের যুদ্ধ ১৪. ইংরেজ শাসনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ক) ‘ভাগ করো শোষণ করো’ নীতি খ) ‘ভাগ কর শাসন কর’ নীতি গ) ‘ভাগ করো অর্থ পাচার করো’ নীতি ঘ) ‘ভাগ করো বিভাজন করো’ নীতি ১৫. বাংলায় কত সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়? ক) ১২৭৬ সালে খ) ১২৬৭ সালে গ) ১১৭৬ সালে ঘ) ১১৬৭ সালে ১৬. বাংলায় নবজাগরণ ঘটে কোন শতকে? ক) ১৮ শতকে খ) ১৯ শতকে গ) ২০ শতকে ঘ) ২১ শতকে ১৭. প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা নিচের কোন্িট? ক) ফকির সন্ন্যাসী বিদ্রোহ খ) তিতুমীরের বিদ্রোহ গ) সিপাহি বিদ্রোহ ঘ) ফরায়েজি আন্দোলন ১৮. কার নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। ক) তিতুমীর খ) ফরায়েজী গ) মঙ্গলপা-ে ঘ) রামমোহন রায় ১৯. কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠিত হয়? ক) ১৮৮৫ খ) ১৮৫৮ গ) ১৮৫৬ ঘ) ১৯০৫ ২০. বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? ক) ১৯০৬ সালে খ) ১৯০৫ সালে গ) ১৯১১ সালে ঘ) ১৯২১ সালে ২১. মুসলিম লীগ নামে রাজনৈতিক দল কবে প্রতিষ্ঠিত হয়? ক) ১৯০৪ সালে খ) ১৯০৫ সালে গ) ১৯০৬ সালে ঘ) ১৯০৭ সালে ২২. বাংলা প্রদেশ ভাগ করার সিদ্ধান্ত নেয় কত সালে? ক) ১৯০৫ সালে খ) ১৯০৬ সালে গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৫০ সালে ২৩. কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন? ক) তিতুমীর খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) ক্ষুদিরাম ঘ) সূর্য সেন ২৪. বাঁশের কেল্লা কোথায় গড়ে উঠে? ক) উড়িয়্যা খ) আসাম গ) বিহার ঘ) চব্বিশ পরগনায় ২৫. কত সালে দুটি রাষ্ট্রের জন্ম হয়? ক) ১৯৪৭ সালে খ) ১৪৮ সালে গ) ১৯৭২ সালে ঘ) ১৯৫২ সালে ২৬. ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়? ক) ১৯৭১ সালে খ) ১৯৬৯ সালে গ) ১৯৪৭ সালে ঘ) ১৯০৬সালে ২৭. নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন? ক) প্রীতিলতা খ) নওয়াব ফয়জুন নেছা গ) বেগম রোকেয়া ঘ) ঘসেটি বেগম ২৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত বছর এদেশ শাসন করে? ক) সত্তর বছর খ) আশি বছর গ) একশো বছর ঘ) একশো দশ বছর ২৯. লেখনির মাধ্যমে বাঙালির স্বাধিকার চেতনা বেগবানে ভূমিকা রেখেছেন কে? ক) সুভাষ চন্দ্রবসু খ) চিত্তরঞ্জন দাস গ) কাজী নজরুল ইসলাম ঘ) তিতুমীর ৩০. কোন সালে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়? ক) ১৯৫২ সালে খ) ১৯৪৯ সালে গ) ১৯৪৭ সালে ঘ) ১৯৬৯ সালে ৩১. বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপনে কোন যুদ্ধ দায়ী? ক) পানিপথের যুদ্ধ খ) পলাশীর যুদ্ধ গ) তরাইনের যুদ্ধ ঘ) বক্সারের যুদ্ধ ৩২. কোম্পানির শাসনামল কত সাল থেকে কত সাল? ক) ১৭৫৭ -১৮৫৭ খ) ১৮৬৮-১৯৬৮ গ) ১৬৫৬-১৭৫৭ ঘ) ১৮৬৪-১৯৬৪ ৩৩. কার মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় বসেন? ক) মীর জাফর খ) আলিবর্দী খান গ) জগৎ শেট ঘ) মীর মদন ৩৪. ইংরেজদের হাতে ধরা পড়া এড়ানোর জন্য কে আত্মহুতি দিয়েছিলেন? ক) বেগম রোকেয়া খ) প্রীতিলতা ওয়াদ্দেদার গ) ঘসেটি বেগম ঘ) ফয়জুরন্নেসা ৩৫.কোন বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে? ক) সাঁওতাল বিদ্রোহ খ) সিপাহী গ) সাঁওতাল বিদ্রোহ ঘ) ফকির সন্ন্যাসী বিদ্রোহ শূন্যস্থান পূরণ কর : ক) নবাব সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলার ---- নবাব। খ) প্রায় ---- বছর ধরে ইংরেজরা এদেশে রাজত্ব করেন। গ) ১৮৫৭ এর সিপাহী বিদ্রোহ ছিল বড় আকারে সংঘটিত প্রথম বৃটিশ বিরোধী---সংগ্রাম। ঘ) আধুনিক শিক্ষা ও নবজাগরণের ফলে--- চেতনার বিকাশ ঘটে। ঙ) প্রীতিলতা অভিযান করেছিলেন---বিরুদ্ধে চ) --- সালে ভারতবর্ষ স্বাধীন হয়। ছ) ----- শতকে বাংলায় নবজাগরণ ঘটে। জ) --- সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। ঝ) ইংরেজদের সাথে মীর কাশিমের ---যুদ্ধ হয়। ঞ) --- ছিলেন কিছুটা স্বাধীনচেতা ট) ---- সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ইংরেজ শাসনের সূচনা হয় ঠ) ১৭৬৪ সালে --- যুদ্ধে মীর কাশিম পরাজিত হন। ড) ---- সালে বাংলাসহ ভারতের শাসনভার বৃটিশ সরকার নিজ হাতে তুলে নেয়। ঢ) যুদ্ধরত অবস্থায় --- মারা যান ণ) পশ্চিম বাংলার --- সিপাহী ---নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়। ত) ১৯০৬ সালে ঢাকায় --- নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। থ) ইংরেজরা ---- সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য দ) সিপাহী বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল----স্বাধীন করা। ধ) ইষ্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা --- ন) তিতুমীরের বাঁশের কেল্লা অবস্থিত --- প) ১৯৪৭ সালে --- ও --- নামের দুটির রাষ্ট্রের সৃষ্টি হয়। উত্তরমালা : ১. ১৭৫৭ সালের ২৩শে জুন ২. বাংলা ভাগ ৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪. ১৯৪৭ ৫. সিপাহি বিদ্রোহ ৬. সিরাজউদ্দৌলা ৭. ২২. ৮. বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ৯. ১৭৬৪ সাল ১০. ১৭৫৭ ১১. ১৮৫৭ সালে ১২. মীর জাফর ১৩. পলাশীর যুদ্ধ ১৪. ভাগকর শাসন নীতি ১৫. ১১৭৬ সালে ১৬. ১৯ শতকে ১৭. সিপাহী বিদ্রোহ ১৮. মঙ্গলপা-ে ১৯. ১৮৮৫ সালে ২০. ১৯১১ সালে ২১. ১৯০৬ সালে ২২. ১৯০৫ সালে ২৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৪. চব্বিশ পরগনায় ২৫. ১৯৪৭ সালে ২৬. ১৯৪৭ সালে ২৭. বেগম রোকেয়া ২৮. একশো বছর ২৯. কাজী নজরুল ইসলাম ৩০. ১৯৪৭ সালে ৩১. পলাশীর যুদ্ধ ৩২. ১৭৫৭-১৮৫৭ ৩৩. আলিবর্দী খান ৩৪. প্রীতিলতা ওয়াদ্দেদার ৩৫. সিপাহি বিদ্রোহ। খ) শূন্যস্থান পূরণ : ক) শেষ স্বাধীন খ) দুশো গ) স্বাধীনতা ঘ) জাতীয়তাবাদী ঙ) ইংরেজদের চ) ১৯৪৭ ছ) উনিশ জ) ১৭৭০ ঝ) বক্সারের ঞ) মীর কাশিম ট) ১৭৫৭ ঠ) বক্সারের ড) ১৮৫৮ ঢ) তিতুমীর ণ) ব্যারাকপুরে, মঙ্গল পা-ের ত) ভারতীয় মুসলিস লীগ থ) ১৯১১ দ) ভারতবর্ষকে ধ) লর্ড ক্লাইভ ন) নারকেলবাড়িয়ায় প) ভারত, পাকিস্তান সংক্ষেপে উত্তর দাও : ক) বাংলার শেষ স্বাধীন নবাব কে? উত্তর : বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা খ) সিরাজউদ্দৌলা কত বছর বয়সে বাংলার নবাব হন? উত্তর : সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে নবাব হন। গ) ইংরেজদের বাংলায় কী উদ্দেশ্যে আগমন ঘটে? উত্তর : ইংরেজরা বাণিজ্য করার উদ্দেশ্যে বাংলায় আগমন ঘটে ঘ) পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? উত্তর : ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঙ) বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর : বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে সংঘটিত হয় চ) বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল? উত্তর : বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থায় নাম ছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানি। ছ) নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন কেন? উত্তর : যুদ্ধে সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরচিত হন। জ) কার নেতৃত্বে প্রথম সিপাহি বিদ্রোহ শুরু হয়? উত্তর : মঙ্গলপা-ের নেতৃত্বে প্রথম সিপাহি শুরু হয়। ঝ) ছিয়াত্তরের মন্বন্তর কী? উত্তর : ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত ঞ) বঙ্গভঙ্গ হয় কত সালে? উত্তর : বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে ট) বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? উত্তর : ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। ঠ) ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ নামক রাজনৈতিক দল কখন গঠিত হয়? উত্তর : ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠিত হয়। ড) তিতুমীর কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? উত্তর : চব্বিশ পরগনা জেলায় নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন। ঢ) নারী জাগরণের অগ্রদূত কে? উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত। ণ) কত সালে ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্রের জন্ম হয়? উত্তর : ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্রের জন্ম হয়। প) প্রীতিলতা কেন স্বেচ্ছায় আত্মহুতি দেন? উত্তর : ইংরেজদের হাতে ধরা পড়া এড়ানোর জন্য প্রীতিলতা স্বেচ্ছায় আত্মহুতি দেন। ফ) বাংলার বিদ্রোহী সিপাহিদের কোথায় ফাঁসি দেয়া হয়? উত্তর : বাংলার বিদ্রোহী সিপাহিদেরকে বাহাদুর শাহ পার্কে ফাঁসি দেয়া হয়। ব) প্রথম বৃটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম কোনটি উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ ছিল প্রথম বৃটিশবিরোধী সংগ্রাম ভ) চিত্তরঞ্জন দাশ কে ছিলেন? উত্তর : চিওরঞ্জন দাশ ছিলেন জাতীয় পর্যায়ে স্বাধীনতা আন্দোলনের একজন নেতা।
×