ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হরিণ শিকার মামলায় খালাস পেলেন সালমান

প্রকাশিত: ০৪:০৪, ২৬ জুলাই ২০১৬

হরিণ শিকার মামলায় খালাস পেলেন সালমান

সংস্কৃতি ডেস্ক ॥ অবশেষে দীর্ঘদিনের বোঝা অপসারণ হয়েছে বলিউড অভিনেতা সালমান খানের। রাজস্থানের উচ্চ আদালত সোমবার কৃষ্ণ হরিণ ও একটি চিঙ্কারা হরিণ অবৈধভাবে শিকারের দায় থেকে মুক্তি দিয়েছে তাকে। ভারতের একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ১৯৯৮ সালে তার বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। সালমানের বিরুদ্ধে করা দুই মামলার একটিতে এক বছর এবং অন্যটিতে পাঁচ বছরের কারাদ দেয় নিম্ন আদালত। তিনি এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করেন। মে মাসে শুনানি শেষে সোমবার হাইকোর্ট তাকে খালাস দেয়। ১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর একটি চলচ্চিত্রের শূটিং করার সময় সালমান জোদপুরের ভাবাতে একটি হরিণ এবং ১১৯৮ সালে ২৮ সেপ্টেম্বর ঘোদাতে আরেকটি হরিণ শিকার করেন। অবশেষে ঝুলে থাকা ওই দুটি মামলার অবসান হলো।
×