ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গীতিকবি সোলায়মান আকন্দ

প্রকাশিত: ০৪:০৩, ২৬ জুলাই ২০১৬

গীতিকবি সোলায়মান আকন্দ

স্টাফ রিপোর্টার ॥ সোনালী যুগের গানের কথা স্মরণ করে শ্রোতারা হরহামেশাই আক্ষেপ করেন। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে মৌলিক গানের অভাব শ্রোতাদের পীড়িত করছে। প্রতি বছর অসংখ্য শিল্পী হাজারো গান গাইছেন। তৈরি হচ্ছে অসংখ্য নতুন গান। কিন্ত মৌলিক গান খুব কমই হচ্ছে। মৌলিক গান সৃষ্টির ক্ষেত্রে অন্যতম প্রথম ধাপ মৌলিক ও ভাল কথার গান রচনা। সেই জায়গাতে সাম্প্রতিক সময় যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এতসব অভিযোগ সত্ত্বেও দু’একজন ভাল গান রচনার চেষ্টা করছেন। নিজের মেধা যোগ্যতা বলে ভাল সঙ্গীত সৃষ্টিতে অবদান রাখছেন। এমনি একজন নিভৃতাচারী গীতিকবি সোলায়মান আকন্দ। বলা হয়ে থাকে প্রতিভাকে কখনও চাপা দিয়ে ঢেকে রাখা যায় না। প্রতিভা যেখানেই থাক একদিন না একদিন তার আলোর দ্যুতি ছড়াবেই। তেমনি এক সঙ্গীত প্রতিভা গীতি কবি সোলায়মান আকন্দ। ইতোমধ্যে তার লেখা বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। তবে তিনি রয়ে গেছেন প্রচারের আলোর বাইরে। এ নিয়ে মোটেও আক্ষেপ নেই তার। বরং নিজ পেশায় সকাল সন্ধ্যা কাজের পাশাপাশি গান লেখার মতো বিষয়টি নিরলসভাবে চর্চা করেন। সারাদিনের পরিশ্রমের মাঝে সময় পেলেই খাতা-কলম নিয়ে বসে যান গান লিখতে। এই প্রতিভার জন্য তার পেশার এবং আশপাশের মানুষগুলো তাকে অনেক ভালবাসেন। আর এই ভালবাসার কারণেই বেশ কিছু এ্যালবামে তার গান লেখার সুযোগ হয়েছে। সোলায়মান আকন্দের লেখা গানের এ্যালবামগুলোর মধ্যে ‘তুমি হইলা সৃষ্টিকর্তা’, ‘ডুব’, ‘সূর্য আপন’, ‘শাহীন মিক্সড’ এবং ‘সীমানা পেরিয়ে’সহ আরও বেশ কয়েকটি মিক্সড এ্যালবামে তার লেখা গান রয়েছে। তার লেখা গানগুলোর মধ্যে রয়েছে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কুমার বিশ্বজিৎ, আদিত্য সন্ন্যাসী এবং জুয়েল মাহম্মদের কণ্ঠে গাওয়া গান ‘বাঘ আসছে বাঘ, ঐ আসছে বাঘ ঘুমহীন দিন রাত যাচ্ছে যায় যাক দেব না কাউকে বিজয়ের ভাগ’ শিরোনামের ভিডিও গানটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পায়। এছাড়া এটিএন বাংলার ১৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘দাগ’-এর টাইটেল গান লিখেছেন। যার প্রচার সম্প্রতি শেষ হয়েছে। এছাড়া তিনি ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ নামে একটি চলচ্চিত্রের জন্য গান লিখেছেন। চলচ্চিত্রটি নির্মাণাধীন। সঙ্গীতকে ভালবেসে গানের সঙ্গে বাঁধতে চায় তার জীবন। স্বপ্ন দেখে একদিন নিজের লেখা গান দিয়ে ছুঁয়ে দিবে সবার মন। সোলায়মান পৌঁছে যাবেন তার স্বপ্নের দোর গোড়ায়। সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য শুভ কামনা।
×