ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ০৪:০৩, ২৬ জুলাই ২০১৬

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

সংস্কৃতি ডেস্ক ॥ নজরুল সঙ্গীতে বাঙালী শিল্পীদের মধ্যে নিজের কর্ম আর নিষ্ঠার মাধ্যমে নিজেকে যাঁরা নিয়ে গেছেন উচ্চস্তরে, তাদের মধ্যে নজরুলসঙ্গীত সম্রাজ্ঞীর আসনে নিজেকে পৌঁছে দিয়েছেন কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম। আর এই কিংবদন্তি শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেতে যাচ্ছেন বাংলার আরেক কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। নজরুলসঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানাতে তার নামে সঙ্গীত পদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আসছে ২৮ জুলাই ফিরোজা বেগমের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন সাবিনা ইয়াসমিন। ওইদিন বিকেল ৪টায় ঢাবির সঙ্গীত বিভাগ থেকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাবিনা ইয়াসমিনের হাতে স্বর্ণপদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রসঙ্গত, শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাভাষী নজরুলসঙ্গীত সমঝদার সব মানুষের কাছেই খুব পরিচিত একটি নাম ছিল ফিরোজা বেগম। মাত্র ১২ বছর বয়সে ইসলামী গান নিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল বিখ্যাত গ্রামোফোন কোম্পানি এইচএমভি। শুধু তাই না, মাত্র ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে তিনি অল ইন্ডিয়া রেডিওতেও গান করার গৌরব অর্জন করেন। তাঁর বাবা খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মা বেগম কওকাবুন্নেসা। স্বামী আরেক সঙ্গীত ব্যক্তিত্ব কমল দাশগুপ্ত। ফিরোজা বেগমের তিন সন্তান তাহসিন আহমেদ, হামিন আহমেদ ও শাফিন আহমেদ।
×