ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আহত ১২ জার্মানিতে বিস্ফোরণে বোমা বহনকারী সিরীয় নিহত

প্রকাশিত: ০৪:০২, ২৬ জুলাই ২০১৬

আহত ১২ জার্মানিতে বিস্ফোরণে বোমা বহনকারী সিরীয় নিহত

জার্মানির বাভারিয়া রাজ্যের এ্যান্সবাখ শহরে একটি সঙ্গীত উৎসবের বাইরে বোমা বিস্ফোরণে ২৭ বছর বয়সী এক সিরীয় আশ্রয়প্রার্থী নিহত হয়েছে। এই সিরীয় যুবক একটি মনোচিকিৎসা কেন্দ্রে অনেক দিন কাটিয়েছে। এ্যান্সবাখে সঙ্গীত উৎসব ছিল তার হামলার লক্ষ্যস্থল। কিন্তু তার টিকিট না থাকায় তাকে সেখানে ঢুকতে দেয়া হয়নি। রবিবারের এ ঘটনায় বিস্ফোরিত বোমাটি ওই ব্যক্তিই বহন করছিলেন বলে বাভারিয়া রাজ্য কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। নিহত এই সিরীয়কে এক বছর আগে আশ্রয় দিতে অস্বীকার করেছিল জার্মান কর্তৃপক্ষ। খবর এএফপি ও বিবিসির। বেভোরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হারমান জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি এর আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তবে এবার সে শুধু আত্মহত্যা করতে নাকি ‘সবাইকে সঙ্গে নিয়ে মরার’ পরিকল্পনা করেছিলেন তা পরিষ্কার হওয়া যায়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে নর্ডবায়ার্ন ডট দি ওয়েবসাইট। এই বিস্ফোরণে ওই ব্যক্তি নিহত হওয়া ছাড়াও আরও ১২ জন আহত হয়েছেন। হারমান জানান, নিহত ব্যক্তির পিঠে একটি ব্যাগ ছিল, বিস্ফোরণের আগে তাকে এ্যান্সবাখের উন্মুক্ত সঙ্গীত উৎসবে প্রবেশ করতে দেয়া হয়নি বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর উৎসবস্থল থেকে দুই হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
×