ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে বন্যপ্রাণী পার্কে বাঘের থাবায় নারীর মৃত্যু

প্রকাশিত: ০৪:০১, ২৬ জুলাই ২০১৬

চীনে বন্যপ্রাণী পার্কে বাঘের থাবায় নারীর মৃত্যু

চীনের রাজধানী বেজিংয়ে একটি বন্যপ্রাণী পার্কে ঘোরার সময় দুই নারী নিয়ম ভেঙ্গে গাড়ি থেকে বের হওয়ার পর বাঘের হামলায় একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী গাড়ি থেকে বাইরে বের হয়ে সেটার পাশে দাঁড়ায়। প্রায় সঙ্গে সঙ্গেই একটি বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে যেতে থাকে। ওই সময় আরেক নারী গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে প্রথমজনকে সাহায্য করার চেষ্টা করেন। তৎক্ষণাত অন্য একটি বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে। গাড়িতে ওই দুই নারীর সঙ্গে এক পুরুষও ছিলেন। তিনি অক্ষত আছেন। রাজধানী বেজিংয়ের ‘বাদালিং ওয়াইল্ডলাইফ ওয়ার্ল্ডে’ পর্যটকদের নিজেদের গাড়ি চালিয়ে পার্কের ভেতর ভ্রমণের অনুমতি দেয়া হয়। -ওয়েবসাইট
×