ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতকে চরম মূল্য দিতে হবে ॥ চীনের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৪:০১, ২৬ জুলাই ২০১৬

ভারতকে চরম মূল্য দিতে হবে ॥ চীনের হুঁশিয়ারি

চীনের সংবাদমাধ্যম রবিবার জানিয়েছে, যদি ভারত তিন চীনা সাংবাদিকের ভিসা না দেয় তবে তাদের এজন্য চরম মূল্য দিতে হবে। খবর এনডিটিভির। চীনা সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস তাদের সম্পাদকীয়তে হুঁশিয়ারি উচ্চরণ করে দিয়ে জানায়, বিষয়টি অপমানজনক। চীনের ভেটো দেয়ার কারণে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারত সদস্যপদ পায়নি। তার প্রেক্ষিতে ভারত চীনের তিন সাংবাদিকের ভিসার মেয়াদ না বাড়িয়ে দেশে ফেরত যেতে বলেছে। পাশাপাশি তাদের দাবি, এনএসজিতে সঙ্গতকারণেই চীন ভেটো দিয়েছিল। ভারত যদি সে ঘটনার প্রতিশোধ এভাবে নেয়, তবে তার ফল মারাত্মক হবে। সম্পাদকীয়তে আরও বলা হয়, এ সময়ে ভিসা ইস্যু নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে আমরা চরম প্রতিক্রিয়া দেখাব। আমরা অন্তত কিছু ভারতীয়কে দেখাব চীনা ভিসা পাওয়া খুব সহজ ব্যাপার নয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমান্তে চীন-পাকিস্তান যৌথ সেনা মহড়া, এনএসজিতে ভারতের সদস্যপদের বিরোধিতা করা, দক্ষিণ চীন সাগরে ভারতের জাহাজ চলাচলে আপত্তি নিয়ে চীনের সঙ্গে উত্তেজনাকর অবস্থায় ভারত তিন চীনা সাংবাদিকের ভিসার মেয়াদ না বাড়িয়ে তাদের নিজ দেশে ফিরে যেতে বলে। চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার তিন সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য অযৌক্তিক যুক্তি দেখানো হয়। বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে জানিয়েও কোন লাভ হয়নি।
×