ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের শিক্ষা সহায়তা

প্রকাশিত: ০৪:০০, ২৬ জুলাই ২০১৬

প্রতিবন্ধীদের শিক্ষা সহায়তা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ জুলাই ॥ জেলায় ২২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা অনুদান দেয়া হয়েছে। সোমবার দুপুরে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার এডিডি কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা। ২২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ভর্তি ফি, বই কেনা, ফরম পূরণ ও স্কুলের পোশাক কেনার জন্য মোট ২০ হাজার টাকা বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর প্রধান অতিথি হিসেবে ছিলেন। এডিডির আইন সহায়তা কমিটির সভাপতি লিয়াকত হোসেন খান সভাপতিত্ব করেন। দক্ষ জনবলে কর্মশালা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে ৫ জেলার প্রশিক্ষকদের নিয়ে দুদিনের কর্মশালা খান জাহানিয়াগণ বিদ্যালয়ে ‘বেইস দিশা’ প্রকল্পের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে। অধ্যাপক মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন বিএমইটির উপ-পরিচালক রফিকুর রহমান, বি-সেপ প্রকল্প, আইএলওর প্রোগ্রাম অফিসার তানজিল আহসান, মাহবুবুল ইসলাম, অধ্যক্ষ এম কামরুজ্জামান, বাবুল সরদার প্রমুখ। খাগড়াছড়িতে বিক্ষোভ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা মংশেপ্রু চৌধুরীর ওপর হামলা ও প্রাণনাশের প্রতিবাদে পুলিশের ব্যারিকেট ভেঙ্গে মিছিল ও সমাবেশ করেছে জেলা সন্ত্রাস এবং জঙ্গীবাদবিরোধী কমিটি। সমাবেশ থেকে এ হামলার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম ও তার অপর দুই ভাইকে দায়ী করে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা সন্ত্রাস এবং জঙ্গীবাদবিরোধী কমিটির আহ্বায়ক রণবিক্রম ত্রিপুরার নেতৃত্বে মিছিল বের হয়।
×