ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বৃক্ষরোপণ কর্মসূচী

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জুলাই ২০১৬

বৃক্ষরোপণ কর্মসূচী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা স্থানে এ বছর ১০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় কিশোর পাঠাগার নামের একটি প্রতিষ্ঠান। সোমবার নগরীর হাউসিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০০ ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিরতণ করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, আবুল কালাম আজাদ, হাসিনুর রহমান। কুকুরের উৎপাত নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৫ জুলাই ॥ বেওয়ারিশ কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে চুয়াডাঙ্গা পৌরবাসী। বেশ কিছুদিন ধরে শহরের রাস্তায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। এসব কুকুরের কামড়ে বেশকিছু পথচারী আহত হয়েছে। তবে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধনে তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না। জানা গেছে, কয়েক বছর আগে পৌরসভার উদ্যোগে বিভিন্ন পাড়া-মহল্লায় কুকুর মারা হলেও এখন আর তা দেখা যায় না।
×