ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুরির দায়ে গাড়িচালক সাসপেন্ড

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জুলাই ২০১৬

চুরির দায়ে গাড়িচালক সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ জুলাই ॥ মোটরসাইকেল চুরির মামলার রায়ে আদালত ঠাকুরগাঁও সিভিল সার্জনের গাড়ি ও হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিলকে ২ বছরের সাজা দেয়ায় তাকে সোমবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, ২০০৭ সালের ২০ এপ্রিল গভীর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁ গ্রামের কৃষক শহিদুর রহমানের বাড়ি থেকে জংশন ১২৫ সিসি ও কক্স ১০০ সিসি দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ চুরির অভিযোগ তদন্ত শুরু করে। একপর্যায়ে মোটরসাইকেল চুরির প্রত্যক্ষ সাক্ষী নোটারি পাবলিকের মাধ্যমে আদালতে চোরদের শনাক্ত করে জানান, ২০০৭ সালের ২০ এপ্রিল রাত ৩টার ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের উত্তর পূর্বপার্শ্বে দুটি মোটরসাইকেল ঠাকুরগাঁও সদর হাসপাতালের এ্যাম্বুলেন্সের ভেতরে তুলে নিয়ে যেতে দেখেছেন চালক আব্দুল জলিলসহ ৫/৬ জনকে। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হলে ২০১৪ সালের ২১ আগস্ট ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী খান অভিযুক্ত এ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল ও তার সহচর ইউসুফকে দুটি ধারায় দুই বছর সশ্রম কারাদ- ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্র্রম কারাদ-ের আদেশ প্রদান করেন। পরবর্তীতে এ আদেশের বিরুদ্ধে ও পুনর্বিচারের আবেদন জানিয়ে জেলা জজ আদালতে আপীল করা হয়। সেখানে বিচার বিশ্লেষণের পর গত ২ জুন অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন এবং আসামিদের জামিন বাতিল করেন। এ রায়ের পর আসামিদ্বয় আদালতে আত্মসমর্পণ করলে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবু খয়রুল কবির জানান, সোমবার আদালতের আদেশ হাতে পেয়ে চালক আব্দুল জলিলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেসিসির বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০১৬-১৭ অর্থবছরে জন্য ৪৬৭ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাস সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে (সরকারী অনুদান ও বৈদেশিক সাহায্যপুষ্ট) ব্যয় ধরা হয়েছে ৩৩৭ কোটি ৭৪ লাখ টাকা। কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজমের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ এনায়েত আলী, খুলনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক প্রশাসক সিরাজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কাজি আমিনুল হক, কেসিসির প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ ও রুমা খাতুনসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষসহ অন্য কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেতনানাশক ছিটিয়ে বরিশালে সর্বস্ব লুট স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চেতনানাশক ওষুধ স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় সোমবার সকালে ওই পরিবারের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামে। পুলিশ জানায়, গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের অশোক রায়ের ঘরে দুর্বৃত্তরা পরিবারের ঘুমন্ত সদস্যদের ওপর চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে অশোক রায়ের ঘরের লোকজন ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন অশোক রায়ের স্ত্রী ঝর্ণা রায়, মা ময়ূরী রায়, শাশুড়ি শোভা মল্লিককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি। হত্যা মামলার আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৫ জুলাই ॥ কুমিল্লায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাঈনুদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সদর উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। সে কুমিল্লা শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজুল ইসলাম ওরফে ফিরোজ হত্যা মামলার এজাহার নামীয় আসামি। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ডিবি পুলিশ কালিরবাজার এলাকায় মাঈনুদ্দিনের মালিকানাধীন মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মাঈনুদ্দিনের স্বীকারোক্তি মোতাবেক তার অফিস কক্ষে রক্ষিত একটি চার্জার লাইটের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৫ জুলাই ॥ সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ৯ লাখ ৭৬ হাজার টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। সোমবার ভোরে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের সামাইর গাছিবাড়ি এলাকার সোহরাওয়ার্দীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রলারে ডাকাতি নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, সোমবার সকালে মেন্দীপুর এলাকায় মেঘনা নদীতে নৌ-ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা যাত্রীদের মারধর করে ২ লাখ টাকা, ৫০টি মোবাইল সেটসহ মালামাল লুট করে। ডাকাতদের হামলায় আহত ৫ যাত্রী ভৈরবের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। ট্রলারের মাঝি জানান, ভোরে যাত্রীবাহী ট্রলারটি বাজিতপুর উপজেলার আয়নার গোফ ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ব্যবসার কাজে ভৈরবের উদ্দেশে রওনা দেয়। মতলবে নিখোঁজ কিশোর ভৈরবে উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৫ জুলাই ॥ ভৈরব রেলস্টেশন থেকে রবিবার রাতে কামাল হোসেন নামের ১৫ বছরের কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। জিজ্ঞাসাবাদে সে ৭ দিন পূর্বে চাঁদপুরের মতলব থেকে নিখোঁজ হয় বলে জানায়। সে চাঁদপুরের মতলব থানার মোমিয়া ধূলাইতলি গ্রামের সেলিম মিয়ার ছেলে। রাবি কর্মচারী গ্রেফতার রাবি সংবাদদাতা ॥ নাশকতা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের কর্মচারী এবং স্থানীয় জামায়াতকর্মী নাসির উদ্দিনকে গ্রেফতার করেছে মতিহার থানার পুলিশ। রবিবার রাতে নগরীর বুধপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাবির ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ বলেন, নাসির উদ্দিন বিভাগে ওয়াটার ফিল্টেশন মিস্ত্রী হিসেবে কর্মরত ছিল। সোমবার তাকে আদালতে চালান দেয়া হয়েছে।
×