ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মার চরে যৌথ বাহিনীর নিষ্ফল অভিযান

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জুলাই ২০১৬

পদ্মার চরে যৌথ  বাহিনীর নিষ্ফল অভিযান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলার পদ্মানদীর ওপারের চরাঞ্চলে নিষ্ফল অভিযান চালিয়েছে পুলিশ ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। জঙ্গী আস্তানার খোঁজে এ অভিযান চালানো হলেও বিভিন্ন অভিযোগে শুধু ৫ জনকে আটক করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে ২০০ গ্রাম গাঁজা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মার চরের মাঝাড়দিয়াড় ও খিদিরপুর গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম, রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ, মতিহার থানার ওসি হুমায়ুন কবীর ও বিজিবির সুবেদার আল-আমিন অংশ নেন। আরএমপির মুখপাত্র জানান, ওপারের চরে জঙ্গী আস্তানার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন মাদক। আর বাকি দুই জনকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে। আরএমপি মুখপাত্র তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ঠিকানা জানাতে পারেননি। তবে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত নগরীর চারটি থানা এলাকায় এ অভিযান চালায় থানা ও ডিবি পুলিশ।
×