ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গী নাজিমকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ জুলাই ২০১৬

জঙ্গী নাজিমকে  ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দুই মাস আগে নিখোঁজ যশোরের মণিরামপুরের জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিমের সন্ধান মেলেনি আজও। অনেক খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি স্বজনরা। তার স্ত্রী নাজমা আক্তারের দাবি, নাজিম কোন জঙ্গী সংগঠনের সঙ্গে জড়িত নন। গত ২৫ মে রাজধানীর মিরপুর এলাকা থেকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকেই নিখোঁজ নাজিম। নাজিমউদ্দিন-নাজমা দম্পতির তুবা (১৮) ও তৈয়বা (১৩) দুই মেয়ে সন্তান রয়েছে। তুবা বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। আর ছোট মেয়ে তৈয়বা স্থানীয় পৌরসভা বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মণিরামপুর শহরের দুর্গাপুর গ্রামের মৃত হাসান আলী গাজীর বড় ছেলে নাজিম। তার ছোট ভাই আজিম ইজিবাইক চালক। মণিরামপুর সম্মিলনী স্কুল থেকে এসএসসি ও ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাসের পর স্থানীয় একটি দুধের কোম্পানিতে চাকরি করতেন নাজিম। এরপর ১৯৯৭ সালে উপজেলার জালঝাড়া গ্রামে বিয়ে করেন। বিয়ের পরে মণিরামপুর কলেজে ডিগ্রীতে ভর্তি হন। ছাত্রজীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়লেও পরে রাজনীতি ছেড়ে দেন। বিয়ের পর এক বছর সময়কাল তবলীগ জামাত করতেন বলে স্ত্রী নাজমা জানান। এরপর মণিরামপুর শহরের দক্ষিণ মাথায় নকশা কম্পিউটার নামে দোকান দেন নাজিম। ২০১২ সালের দিকে সেই দোকানটি বিক্রি করে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে দু’বছর থাকার পর গত বছরের ২৭ রমজান দেশে ফেরেন। বাড়ি এসে বড় মেয়ে কলেজপড়ুয়া তুবাকে পাশের খানপুর গ্রামে বিয়ে দেন। তখন ছয় মাস বাড়িতে ছিলেন তিনি। তারপর ঢাকায় থেকে পার্টনার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লুচিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সৈয়দ গাউসুল আজমের সঙ্গে সৌদি আরবে নারীকর্মী পাঠাতেন অর্থাৎ আদম ব্যবসা করতেন তিনি। মাঝে মাঝে আবার বাড়িতেও আসতেন।
×