ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ জুলাই ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ মাগুরা, বরিশাল, ময়মনসিংহ ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। মাগুরা ॥ সোমবার মাগুরা সদর উপজেলার রাউতড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় রোমান (৪) এক শিশু নিহত হয়েছে। রোমান পার্শ্ববর্তী আলাইপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে । জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কে মাগুরা সদর উপজেলার রাউতড়া নামকস্থানে শিশুটি তার মা’র সঙ্গে সড়ক পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার গুয়াচিত্রা এলাকায় সোমবার দুপুরে বালুবাহী ট্রলি খাদে পড়ে হেলপার রাম চন্দ্র (২৫) নিহত ও চালক হাফিজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া উপজেলা সদর থেকে বালুভর্তি করে ট্রলিটি নারায়ণপুর যাচ্ছিল। পথিমধ্যে গুয়াচিত্রা নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে যায়। ভালুকা ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ী মায়ের মসজিদ নামক স্থানে রবিবার রাতে অটো রিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হেলাল (১৮) ঘটনাস্থলেই নিহত হন। জানা যায়, সদ্য এইচএসসি পরীক্ষা দেয়া নিহত হেলাল মুক্তাগাছা উপজেলার মনতলা ঘোষবাড়ী গ্রামের মৃত: আঃ বারেকের ছেলে। কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণীর ছাত্র পৌরসভার বালিয়াতলী গ্রামের মফিজের ছেলে ফরহাদ হোসেন (১০) সোমবার নিহত হয়েছে। সে পাশের গ্রাম চকমাহমুদ থেকে বাড়ির দিকে আসার পথে পেছন দিক থেকে আসা নম্বরবিহীন সিএনজি তাকে চাপা দেয়।
×