ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ জুলাই ২০১৬

হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৫ জুলাই ॥ তোফাজ্জেল হোসেন হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের জেল দেয়া হয়েছে। এছাড়া এ মামলায় আরও ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক সানা মোঃ মাহরূফ হোসেন আদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের খেলাফত হোসেন বিশ্বাস, বিলায়েত হোসেন বিশ্বাস, কবির হোসেন, ইউনুছ আলী, লাড্ডু ও বসির। জানা গেছে, ১৯৯১ সালের ৬ জুলাই ঘোড়ামারা গ্রামের তোফাজ্জেল হোসেন ম-লকে (৫০) স্থানীয় গোয়ালপাড়া বাজারে সন্ধ্যা ৭টার দিকে আসামিরা ইট ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। টাঙ্গাইলে ধর্ষণ মামলায় একজন নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল থেকে জানান, জেলায় ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন। রায়ে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদ-ের আদেশও দেয়া হয়েছে। দ-িত ব্যক্তির নাম আলীম ম-ল (২৫)। তিনি ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোমরেজ গলগ- গ্রামের বকুল ম-লের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারী কৌঁশুলী একেএম নাছিমুল আক্তার জানান, বিগত ২০১৫ সালের ২৮ জুন রাত সাড়ে ১১টার দিকে দ-িত বকুল বিয়ের প্রলোভন দেখিয়ে তার চাচাত বোনকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ঘটনার দুদিন পর ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।
×