ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়ালের আঘাতে কৃষক খুন ॥ ৫ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ জুলাই ২০১৬

কুড়ালের আঘাতে কৃষক খুন ॥ ৫ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধায় প্রতিপক্ষের কুড়ালের আঘাতে এক কৃষক খুন হয়েছেন। এছাড়া রাজবাড়ী, নওগাঁ, নেত্রকোনা, দিনাজপুর ও গাজীপুর থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ধুপনিবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে আবদুর রহিম মিয়া (৪৬) গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। তিনি ওই গ্রামের আকরাম আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আবদুর রহিমের সঙ্গে একই গ্রামের জহুরুল ইসলাম ও ছোলেমান মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ছোলেমান মিয়া ঘর তুলে বসবাস করে আসছিল। রবিবার সন্ধ্যায় আবদুর রহিম ও জহুরুল ইসলামের লোকজনের সাথে ছোলেমানের বাগবিত-া হয়। এক পর্যায়ে জহুরুল ও ছোলেমানের লোকজন আবদুর রহিমের উপর অতর্কিত হামলা চালিয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। রাজবাড়ী ॥ নিখোঁজের তিন দিন পর সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা বিল থেকে রাব্বি (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মৃত মোহাম্মদের পুত্র। সে মরডাঙ্গা ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে তার নানা বাড়িতে থেকে সে পড়াশোনা করত। নিহতের নানি শাহিদা বেগম জানান, গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নওগাঁ ॥ সোমবার সকালে নওগাঁর পোরশায় পুনর্ভবা নদী থেকে নয়ন (১১) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নয়ন উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামের জেলেপাড়ার জনৈক সুজনের ছেলে। জানা গেছে, শনিবার বিকেলে নয়ন খেলাধুলা শেষে টেকঠা ব্রিজের কাছে পুনর্ভবা নদিতে হাত, পা ধোয়ার জন্য যায়। এ সময় সে নদীতে পড়ে স্রোতে ভেসে যায়। তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। নেত্রকোনা ॥ জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের ক্ষেত থেকে তারা মিয়া (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তারা মিয়া একই উপজেলার কান্দিউড়া ইউনিয়নের গোগ গ্রামের মুখসুদ আলীর ছেলে। জানা গেছে, তারা মিয়া সাভারের আশুলিয়া এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। শনিবার বিকেলে তিনি শ্বশুরবাড়িতে আসেন। রবিবার রাত ন’টার দিকে শ্বশুরবাড়ির পাশের একটি ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। দিনাজপুর ॥ চিরিরবন্দর উপজেলায় নিখোঁজের ২ দিন পর সোমবার দুপুরে নদী থেকে ক্ষত-বিক্ষত স্কুলশিক্ষক রফিকুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। চিরিরবন্দর উপজেলার আত্রাই নদীর চকরামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক। তিনি গত শনিবার রাতে মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গাজীপুর ॥ কালিয়াকৈরে সড়কের পাশ থেকে সোমবার অজ্ঞাত (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে সোমবার অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
×