ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিজের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

উখিয়ায় পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে

প্রকাশিত: ০৩:৫৬, ২৬ জুলাই ২০১৬

উখিয়ায় পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া দক্ষিণ বড়বিল তচ্ছাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ না করে ঠিকাদার লাপাত্তা হওয়ায় পাঁচ গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকির মধ্যে জনগণ পারাপার হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ অন্তত ২০ হাজার মানুষ। সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে চলতি অর্থবছরে ৩৫ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের দক্ষিণ বড়বিল তচ্ছাখালী খালের ওপর ৪০ ফুট প্রস্থ ব্রিজ নির্মাণকাজ শুরু হয় গত ২৮ এপ্রিল। কাজের দায়িত্ব দেয়া হয়েছে ঠিকাদার মনির আহমদকে। ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন দেখে এলাকাবাসী প্রতিবাদ করে। ব্রিজ নির্মাণাধীন থাকলেও বিকল্প যাতায়াতের জন্য কোন সেতু বা সাঁকো তৈরি করে দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিছুদিন আগে কাজ বন্ধ করে লাপাত্তা হয়ে যায় ঠিকাদার। বাঁশের সাঁকো স্থাপন করে এলাকাবাসী বর্তমানে যাতায়াত করছে। সরেজমিন দেখা গেছে, নির্মাণাধীন ব্রিজের পাশেই বাঁশের সাঁকো দিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। একই ভাবে প্রায় ২০ হাজার মানুষ চলাচলের একমাত্র অবলম্বন হয়েছে এ বাঁশের সাঁকো। পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে, ঠিকাদার পুরাতন ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ করার সময় বিকল্প যাতায়াতের কোন উদ্যোগ নেয়নি। ফলে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। অভিভাবকগণ ক্ষুব্ধ প্রতিক্রিয় ব্যক্ত করে বলেন, ঠিকাদারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এলাকার শত শত জনগণ, স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছে। এমনকি যানবাহন চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় মালামাল এপার থেকে ওপারে পরিবহন করা যাচ্ছে না। সাবেক ইউপি সদস্য আবুল হাশেম জানান, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ব্রিজের কাজ বন্ধ করে দেয়ায় পাঁচ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা ঢলের পানি ব্রিজে আটকা পড়ে সহজেই লোকালয় প্লাবিত হচ্ছে। উখিয়ার পিআইও অফিস সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ও যাতায়াত সুবিধার্থে ৪০ ফুটের কাঠের ব্রিজ নির্মাণ করা হবে।
×