ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুন্দ্রাটিকি ট্রাজেডি: পলাতক তিন আসামীর মালামাল ক্রোকের নির্দেশ

প্রকাশিত: ০২:৩৭, ২৫ জুলাই ২০১৬

সুন্দ্রাটিকি ট্রাজেডি: পলাতক তিন আসামীর মালামাল ক্রোকের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ হবিগঞ্জের আলোচিত সুন্দ্রাটিকি গ্রামের চার স্কুল ছাত্র অপহরন ও হত্যাকান্ডে দায়েরকৃত মামলায় চার্জশীটভুক্ত পলাতক আসামী উস্তার, বেলাল ও বাবুল মিয়ার মালামাল ক্রোকের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে অপহরন ও হত্যাকান্ডে ব্যবহৃত আটক দুই সিএনজি চালিত অটো রিক্সা মালিকানা নির্ধারনে চাওয়া প্রতিবেদন না দেয়ায় অসন্তোষ প্রকাশ করে আবারও তা দ্রুত দাখিলের জন্য স্থানীয় বিআরটিএ কতৃপক্ষ কে তাগিদ দিয়েছে আদালত। এছাড়া এই ঘটনায় ইতিমধ্যে কারাগারে আটক প্রধান আসামী আব্দুল আলী বাঘাল, তার ছেলে রুবেল, জুয়েল ও হাবিুর রহমান আরজু’র জামিন প্রার্থনা করা হলে তাও বিজ্ঞ আদালত না মঞ্জুর করেছেন। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ওই সব আদেশ দেন। বলাবাহুল্য, চলতি বছরের গেল ১২ ফেব্রুয়ারী জেলার বাহুবল উপজেলাধীন সুন্দ্রাটিকি গ্রাম থেকে সংশ্লিস্ট স্কুলের ছাত্র শুভ, মনির ও তাজেল এবং একই গ্রামের সুন্দ্রাটিকি মাদ্রাসা ছাত্র ঈসমাইলকে অপহরন করে নিয়ে যায় এক মাতব্বরের নের্তৃত্বে একদল দুর্ধষ লাঠিয়াল। পরে ওই চার ছাত্রকে নির্মমভাবে হত্যার পর একই উপজেলার ইসাবিল নামক স্থানে বালুর নীচে তাদের মৃতদেহ পুতে রাখে লাঠিয়ালরা। পুলিশ ওই ছাত্রদের লাশ উদ্ধার করে সংশ্লিস্ট মামলার আইও বিজ্ঞ আদালতে দুর্ধষ পঞ্চায়েত সর্দার মাতব্বর আব্দুল আলী বাঘাল সহ উপরোক্ত সকল আসামীদের অভিযুক্ত করে চার্জশীট দেয়। বিজ্ঞ আদালত এই মামলার পরবর্তী শুনানীর তারিখ আগামী ৭ আগষ্ট নির্ধারন করেছেন।
×