ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতির চাঁদাবাজি

প্রকাশিত: ০২:৩৬, ২৫ জুলাই ২০১৬

হাতির চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একটি হাতি দিয়ে হাতির মাউথ সুজন হাওলাদার সোমবার দিনভর জেলার গৌরনদী পৌর এলাকার টরকী বন্দরে চাঁদাবাজি করেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বন্দরের ব্যবসায়ীরা জানান, উপজেলার টরকী বন্দরের সাড়ে তিন সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে প্রায় সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার দিনভর হাতি দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করা হয়। দি রয়েল বেঙ্গল লক্ষন দাস সার্কাসের একটি হাতি দিয়ে হাতির মাউথ সুজন হাওলাদার প্রত্যেক দোকান থেকে ২০ থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে। এ ব্যাপারে হাতির মাউথ সুজন হাওলাদার বলেন, এটা চাঁদা নয়। ব্যবসায়ীরা হাতিকে বকসিস দিয়েছে। গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিন না। কোন ব্যবসায়ীর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×