ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পীকার

প্রকাশিত: ০২:১৯, ২৫ জুলাই ২০১৬

সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পীকার

সংসদ রিপোর্টার ॥ মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সোমবার স্পীকার অন্যান্য বছরের মতো এবারও পোনা অবমুক্ত করলেন। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, হুইপ আতিউর রহমান আতিক, মোঃ শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন, মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি প্রমুখ। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্পীকার বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের জনগনকে সম্পৃক্ত করে অচিরেই বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হবে। মৎস্য চাষ একটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত হওয়ায় সারাদেশের মানুষ এ পেশায় সম্পৃক্ত হওয়ায় এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে যেমন মানুষের মাছের চাহিদা পূরণ হচ্ছে অন্যদিকে মানুষের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। স্পীকার আরো বলেন, মৎস্যের উৎপাদন আরো বৃদ্ধি পেলে বিপুল পরিমান মাছ বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সমুদ্রসীমা চিহ্নিত হওয়ায় গভীর সমুদ্রে মৎস্য শিকারের বিশাল সুযোগ সুষ্টি হয়েছে। গভীর সমুদ্রের মৎস্য ও অন্যান্য সম্পদ আহরণের মাধ্যমে আমাদের অর্থনীতি অদূর ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী হবে।
×