ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামে শিক্ষক সমাজে সর্ষে ভূত!

প্রকাশিত: ০১:৩২, ২৫ জুলাই ২০১৬

বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামে শিক্ষক সমাজে সর্ষে ভূত!

জোবাইর চৌধুরী, নিজস্ব সংবাদদাতা ।। সমাজের মানুষ গড়ার কারীগর শিক্ষক। সেই শিক্ষক সমাজে দেখা দিয়েছে মত বিরোধ। শিক্ষকের একটি পক্ষ দেশকে ভালবেসে সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে নিরলস ভাবে বিলিয়ে দিচ্ছেন যে ভাবে ঠিক সেই ভাবে আরেকটি পক্ষ দেশ ধ্বংসের পায়তারায় লিপ্ত রয়েছেন। শিক্ষক সমাজে সর্ষেভূত রয়েছে এমন মন্তব্য ছুঁড়ে দিয়েছেন বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধিরা। তাছাড়া সুশীল সমাজের প্রতিনিধিরা শিক্ষকরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ায় এধরণের স্পর্শকাতর প্রশ্নপত্র তৈরী করছে বলেও মন্তব্য করেন। এদিকে আজ সোমবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে স্থানীয় বিএনপি নেতা লেয়াকতকে তুলনা করে প্রশ্নপত্র ছাপানোর দায়ে আটক দুই শিক্ষকের জামিন না মঞ্জুর করেছেন বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বৃহস্পতিবার বাঁশখালী থানা পুলিশ আটক দুই শিক্ষককে ৫৪ ধারায় চালান দিয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছিলেন। শিক্ষকদের পক্ষে জামায়াত সমর্থিত আইনজীবি নুরুল আবছার চৌধুরী জামিনের আবেদন করলে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: সাজ্জাদ হোসেনের আদালত তা নকচ করে দেন। প্রশ্নপত্র তৈরী নিয়ে তদন্ত চলছে বলে দাবি করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল হাছান জনকন্ঠকে জানান, জড়িত শিক্ষকদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে শীঘ্রই প্রতিবেদন জমা দেয়া হবে। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু হবে জানিয়েছেন ওসি আলমগী হোসেন। এদিকে একের পর এক বিভ্রান্ত ও স্পর্শকাতর প্রশ্নপ্রত্র তৈরী করায় শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, শনিবার নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বৃহস্পতিবার ভূগোল ও পরিবেশ (সৃজনশীল)অধ্যায়ে প্রথমে জাতির জনক বঙ্গবন্ধুকে স্থানীয় বিএনপি নেতার সাথে তুলনা এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মায়ানমারের রোহিঙ্গা সরনার্থী নিয়ে সাম্প্রদায়িক উস্কানী মুলক প্রশ্ন পত্র ছাপানো হয়।
×