ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেঙে পড়লো ঠাকুরগাঁওয়ের ফুসফুস!

প্রকাশিত: ০১:৩১, ২৫ জুলাই ২০১৬

ভেঙে পড়লো ঠাকুরগাঁওয়ের ফুসফুস!

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বয়সের ভারে ঠাকুরগাঁওয়ের ফুসফুস ও গরিবের এসি বলে পরিচিত আদালত চত্বরে অবস্থিত শত বছরের বট গাছটির একাংশ হঠাৎ ভেঙে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকালে আদালত চলাকালীন গাছটি ভেঙে পড়ে। এসময় গাছটির ছায়ায় শতাধিক মানুষ বিশ্রাম নিচ্ছিলেন। তারা সবাই দূর দূরান্ত থেকে মামলার কাজে এসেছিলেন। সৌভাগ্যক্রমে সবাই প্রাণে বেঁচে গেছেন। এদিকে বটগাছটি ভেঙে পড়ায় শহরের একাধিক মানুষের মুখটি মলিন হয়ে যায়। কারণ প্রচন্ড রোদে শহরের মানুষ একটু শীতল হতে এই গাছের নিচে এসে বসতো। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিদিনের মতো মামলা সংক্রান্ত কাজে আদালত চত্বরে জোড়ো হতে থাকে শত শত মানুষ। এ সময় বটগাছের নিচে বসে ছিল শতাধিক মানুষ। হঠাৎ করে গাছটি ভেঙে পড়ার শব্দ শুনতে পারে কিছু মানুষ। এ সময় মানুষ নিরাপদ স্থানে সড়ে দাঁড়ায়। আস্তে আস্তে অবশেষে গাছটির একাংশ ভেঙে পড়ে। এদিকে গাছটি ভেঙে পড়ার খবর শুনে গাছটি দেখতে শহরের অনেক মানুষ ভিড় জমায় আদালত চত্বরে। আদালতে হাজিরা দিতে আসা সামসুল হোসেন জানান, হরিপুর থেকে প্রায় ১০ বছর যাবত মামলার হাজিরা দিতে আসছি। ক্লান্ত হলে এই বটগাছের নিচেই বিশ্রাম করি। খুব কষ্ট লাগছে গাছটি ভেঙে পড়ায়। শহরের প্রবীন ব্যক্তি মনতোষ কুমার দে জানান, ঠাকুরগাঁওয়ে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হতো ঐতিহ্যবাহী এই বটমূলে। এর পর মনে হয়না এ বটমূলে বৈশাখ উদযাপন করা যাবে। ঠাকুরগাঁওয়ের আইনজীবী আব্দুল হামিদ জানান, গরিবের আশ্রলস্থল ছিল এই বটগাছটি। আর ঠান্ডা বাতাস খেতে পারবে না অসহায় মানুষগুলো।
×