ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষীপুর আদালত প্রাঙ্গণের অবৈধ ভবন অপসারণের নির্দেশ

প্রকাশিত: ০০:৪১, ২৫ জুলাই ২০১৬

লক্ষীপুর আদালত প্রাঙ্গণের অবৈধ ভবন অপসারণের নির্দেশ

স্টাফ রিপোর্টার।। লক্ষীপুর জেলা জজ আদালত এলাকায় অবৈধভাবে নির্মিত আইনজীবী ভবন অপসারণের নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। আদেশে আগামী দুই সপ্তাহের মধ্যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসককে এই ভবন অপসারণ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে নির্দেশ বাস্তবায়নে জেলা পুলিশ সুপারকে (এসপি) সহযোগিতা করতে বলেছেন আদালত। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, লক্ষীপুর জেলা জজ আদালতের জায়গায় বেশ কয়েকজন আইনজীবী অবৈধভাবে একটি ভবন তৈরি করেন। এ কারণে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে তা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছিলেন।
×